শিরোনাম
বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪ ০০:০০ টা
অষ্টম কলাম

প্রশ্ন ফাঁসকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি

নিজস্ব প্রতিবেদক

বিসিএসের প্রশ্ন ফাঁসে জড়িতদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। গতকাল রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি জানান।

ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় যারা প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত ছিল এবং যারা সেই প্রশ্নগুলো কিনেছে সেইসব কালপ্রিটদের তথ্য নিয়ে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। তবে বাকি ১০ হাজারের অধিক শিক্ষার্থী মেধা, পরিশ্রম এবং যোগ্যতা দ্বারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কিন্তু ওই কালপ্রিটদের জন্য তাদের সঙ্গে এত বড় অন্যায় করা কখনোই যৌক্তিক সমাধান হতে পারে না। এ দুর্নীতির দায় আপনাদেরকেই নিতে হবে।

তিনি আরও বলেন, একটি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পাস করা যে কতটা অক্লান্ত পরিশ্রম ও সৌভাগ্যের বিষয় তা শুধু তারাই জানে যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়। তাই পিএসসি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়কে স্পষ্টভাবে বলতে চাই, যারা এই প্রশ্ন ফাঁস এবং প্রশ্ন ক্রয়ের সঙ্গে জড়িত ছিল তাদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনুন। কিন্তু অন্য ১০ হাজারের অধিক শিক্ষার্থীর জীবন থেকে এক বছর নষ্ট করার কোনো অধিকার আপনাদের নেই।

সর্বশেষ খবর