শিরোনাম
বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

শেখ হাসিনার সঙ্গে কথা বলে গ্রেপ্তার

বরগুনা প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মুঠোফোনে কথা বলাই কাল হলো বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. জাহাঙ্গীর কবিরের জন্য। মঙ্গলবার দিবাগত ভোর রাতে বরগুনা পৌর শহরের হাইস্কুল সড়কের নিজ বাসা থেকে ঢাকা থেকে আগত পুলিশের একটি বিশেষ টিম তাকে  গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ওসি এ কে এম মিজানুর রহমান এবং জাহাঙ্গীর কবিরের ছোট ছেলে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট রুবায়েত আদনান অনীক। তিনি জানান, ঢাকা থেকে পুলিশের একটি টিম এসে তাকে গ্রেফতার করে। শেখ হাসিনার সঙ্গে মোবাইলে কথা বলার পর বিশৃঙ্খলা এবং প্রতিবিপ্লবের ষড়যন্ত্র করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। আ্যাডভোকেট রুবায়েত আদনান অনীক জানান, সোমবার (১২ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেন আওয়ামী লীগের এই নেতা। তিন মিনিটের ফোনালাপে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাহাঙ্গীর কবিরকে বলেন, ‘আপনারা শৃঙ্খলা  মেনে দলীয় কার্যক্রম চালাবেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযথভাবে পালন করবেন। মো. জাহাঙ্গীর কবির শেখ হাসিনাকে বলেন, আপা আপনি ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা দুর্বল হয়ে যাই। আমরা শক্ত আছি।’ এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আ. হালিম বলেন, ঢাকা থেকে পুলিশের একটি টিম বরগুনায় এসে জাহাঙ্গীর কবিরকে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকায় নেওয়া হতে পারে।

সর্বশেষ খবর