শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

স্বাভাবিক হচ্ছে উচ্চ আদালতের কাজ

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য ৫১টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। আগামী রবিবার থেকে এসব বেঞ্চে বিচারকাজ পরিচালিত হবে। গতকাল সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নির্দেশিত বেঞ্চ গঠন বিধিটি প্রকাশ করা হয়েছে। নতুন গঠন করা এসব বেঞ্চের মধ্যে ২৪টি দ্বৈত ও ২৬টি একক বেঞ্চ রয়েছে। এর মধ্য দিয়ে প্রায় তিন সপ্তাহ পর স্বাভাবিক হচ্ছে উচ্চ আদালতের বিচারকাজ। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য পাওয়া গেছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৯ জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করা হলে এক প্রকার বন্ধ হয়ে যায় বিচারকাজ। এরপর সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে দফায় দফায় সময়সীমা পরিবর্তন ও সীমিত পরিসরে হাই কোর্ট পরিচালনার সার্কুলার জারি হয়। সর্বশেষ ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের দিন সন্ধ্যায়ও ৮ আগস্ট থেকে সীমিত পরিসরে উচ্চ আদালতের বিচারকাজ পরিচালনার ঘোষণা আসে। তবে এর কিছু সময় পরই নতুন বিজ্ঞপ্তিতে আসে অনির্দিষ্ট কালের জন্য আদালত বন্ধ থাকার ঘোষণা।  এরপর গত ১০ আগস্ট ছাত্র-জনতার আল্টিমেটামের মুখে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের ৬ বিচারপতি। ওইদিনই হাই কোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরদিন শপথ গ্রহণ করেন তিনি। ১২ আগস্ট হাই কোর্ট বিভাগ সীমিত পরিসরে পরিচালনার জন্য ৮টি বেঞ্চ গঠন করেন দেন নতুন প্রধান বিচারপতি। সর্বশেষ গতকাল দেওয়া নতুন বিজ্ঞপ্তিতে ৫১টি বেঞ্চ গঠন করে দেওয়া হয়।

সর্বশেষ খবর