শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪ ০০:০০ টা
অষ্টম কলাম

রবিবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা

নিজস্ব প্রতিবেদক

১৮ আগস্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক পাঠদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে কার্যক্রম শুরু করার জন্য প্রধান উপদেষ্টা সদয় নির্দেশনা প্রদান করেছেন। মন্ত্রণালয়ের অফিস আদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, সারা দেশের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে ১৭ জুলাই অনির্দিষ্টকালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এরপর প্রথমে ৪ আগস্ট ১২টি সিটি করপোরেশন ও নরসিংদী পৌরসভা বাদে বাকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরুর কথা থাকলেও তা-ও বন্ধ করা হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর ৭ আগস্ট থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে সিংহভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ক্লাস হয়নি। এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে গত বুধবার সারা দেশের প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর