রবিবার, ১৮ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

বাকস্বাধীনতা নিশ্চিত করতে হবে : রিজভী

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বাকস্বাধীনতা নিশ্চিত করতে হবে : রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আইনের শাসন নিশ্চিত করা, বাকস্বাধীনতা নিশ্চিত করা, স্বাধীন মত প্রকাশের স্বাধীনতাসহ প্রকৃত গণতন্ত্রের অন্যান্য শর্ত পূরণ হলেই আবু সাঈদদের আত্মা শান্তি পাবে। তা না হলে আত্মা কখনো শান্তি পাবে না। গতকাল দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে প্রথম শহীদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন রিজভী। এ সময় তার সফরসঙ্গী ছিলেন সহধর্মিণী আইভি রিজভী, ইঞ্জিনিয়ার ইকবালুর রহমান খোকন। রিজভী বলেন, আমরা শুধু একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনই নয়, আইনের শাসন নিশ্চিত করা, বাকস্বাধীনতা নিশ্চিত করা, একই সঙ্গে যে রাজনৈতিক দল বা যে যেই রাজনৈতিক দর্শন বা বিশ্বাসী হোন না কেন, তারা যেন নির্ভয়ে কথা বলতে পারেন-সেটাই চাই। এটাই হলো প্রকৃত গণতন্ত্র। সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই আবু সাঈদরা জীবন দিয়েছেন।

সর্বশেষ খবর