রবিবার, ১৮ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

বাংলাদেশ সফরে সাংবাদিকদের দ্রুত ভিসার নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

সংবাদ সংগ্রহের জন্য বাংলাদেশে আসতে চাওয়া সাংবাদিকদের ভিসা দ্রুত অনুমোদন করতে বিদেশি মিশনগুলোকে নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানান। তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমরা আমাদের সব বিদেশি মিশনকে বাংলাদেশ সফরে আসতে ইচ্ছুক সাংবাদিকদের ভিসা দ্রুত অনুমোদনের জন্য বলেছি।’ বিশেষ করে নয়াদিল্লি ও হংকংয়ে বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের সাংবাদিকদের ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তি করে দিতে বলা হয়েছে বলে উল্লেখ করেন শফিকুল আলম। শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের টেলিফোনে কথোপকথনের বিষয়টি উল্লেখ করে প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে স্বাগত জানিয়েছেন, তারা যেন এখান থেকে দেখে গিয়ে রিপোর্ট করেন। বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের গণমাধ্যমে প্রকৃত তথ্য ফুটে ওঠছে না বলে নরেন্দ্র মোদিকে জানিয়েছিলেন ড. ইউনূস।  প্রধান উপদেষ্টা বলেন, সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবেদন ‘অতিরঞ্জিত’ করা হয়েছে। প্রকৃত অবস্থা জানতে ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশ সফরে এসে সংখ্যালঘু সুরক্ষা বিষয়ে মাঠ থেকে প্রতিবেদন করার আহ্বান জানান তিনি। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার ওই কথোপকথনের প্রসঙ্গ তুলে ধরে শফিকুল ইসলাম ফেসবুকে উল্লেখ করেন, সেকেন্ডারি সোর্স ব্যবহার করে প্রতিবেদনে অতিরঞ্জিত তথ্য প্রকাশের পরিবর্তে নিজে পরিস্থিতি দেখে সরেজমিন প্রতিবেদন তৈরি করা ভালো। বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে কেউ রিপোর্ট করতে চাইলে তাকে স্বাগত জানানো হবে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি লিখেছেন, আমরা একটি মুক্ত সমাজ গড়তে চাই যেখানে সংবাদপত্রের স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া হয়। তাই যে কেউ বাংলাদেশ এবং অন্তর্বর্তী সরকারের কার্যক্রম সম্পর্কে রিপোর্ট করতে পারেন।

সর্বশেষ খবর