শিরোনাম
সোমবার, ১৯ আগস্ট, ২০২৪ ০০:০০ টা
অষ্টম কলাম

বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল উপবন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল উপবন ট্রেন। ট্রেন ও ট্রাকের সংঘর্ষে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। গত শনিবার রাত ২টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গল রেলস্টেশনে প্রবেশ করার সময় দুর্ঘটনার মুখে পড়ে। এতে সারা দেশের সঙ্গে দুই ঘণ্টা ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। প্রত্যক্ষ্যদর্শীরা জানান, ট্রেনটি শ্রীমঙ্গল রেলস্টেশনে প্রবেশের সময় একটি ট্রাক শহরের ভানুগাছ সড়কে রেলক্রসিং অতিক্রম করছিল। এতে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ ঘটে। বিকট শব্দে ট্রেনযাত্রীরা ভয় পেয়ে যান। ট্রাকটি স্টেশনের আউটার সিগন্যালে দাঁড়িয়ে থাকা তেলের লরি ও উপবন ট্রেনের মধ্যখানে গিয়ে আটকে যায়। রাতে ক্রেন এনে ট্রাকটি সরিয়ে নেওয়া হয়। জানা যায়, ট্রেন আসার সময় রেলক্রসিংয়ে গেটম্যান ছিলেন না। গেট না ফেলার কারণেই এ দুর্ঘটনা। তবে কেউ হতাহত হয়নি। এদিকে দুর্ঘটনার পরপরই সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েছিলেন ওই ট্রেনের ঢাকাগামী যাত্রীরা। দুর্ঘটনার কারণে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর উপবন এক্সপ্রেস ট্রেনটিও সাতগাঁও রেলস্টেশনে দুই ঘণ্টা আটকা পড়ে ছিল। ভোর ৫টায় ট্রেনটি সিলেটের উদ্দেশে ছেড়ে যায়। শ্রীমঙ্গল রেলস্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, ‘উপবন এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।

সর্বশেষ খবর