বুধবার, ২১ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

শেয়ারবাজারে সূচক ও লেনদেনে বড় পতন

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের তৃতীয় দিনে বড় দরপতন হয়েছে শেয়ারবাজারে। গতকাল শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। ফলে কমেছে মূল্যসূচক। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩০০-এর বেশি প্রতিষ্ঠানের দর কমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচকের পতন হয়েছে। এর মাধ্যমে টানা সাত কার্যদিবস বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমল। লেনদেন শেষে ডিএসইতে মাত্র ৬৪ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩০১ প্রতিষ্ঠানের। এ ছাড়া ৩২টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬০ পয়েন্ট কমে ৫ হাজার ৭১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। মূল্যসূচকের বড় পতনের পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৫১৮ কোটি ৬১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮০৭ কোটি ১৫ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ২৮৮ কোটি ৫৪ লাখ টাকা।

সর্বশেষ খবর