বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে নিহত ১ আহত ৫০

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দুই গ্রুপের মধ্যে গতকাল দফায় দফায় সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। এলাকায় কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের আগমনকে কেন্দ্র করে এ সংঘর্ষে নিহতের নাম কবির ভুইয়া (৫৫)। আহতদের নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শহিদুল ইসলাম বাবুল তার নির্বাচনি এলাকা ফরিদপুর-২ আসনের নগরকান্দা-সালথায় শোডাউন ও পথসভার আয়োজন করেন। তার আগমনকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যা থেকে বিএনপির দুটি গ্রুপের উত্তেজনা দেখা দেয়। বাবুলকে স্বাগত জানিয়ে স্থাপিত কয়েকটি তোরণ ভাঙচুর করা হয়। সকালে বাবুলের কয়েক শ সমর্থক নগরকান্দার প্রবেশদ্বার ছাগলদি এলাকার পেট্রল পাম্পের পাশে অবস্থান নেন। অন্যদিকে শামা ওবায়েদের সমর্থক নেতা-কর্মীরা জুঙ্গুরদী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন। বেলা সাড়ে ১১টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। দফায় দফায় সংঘর্ষে ছাগলদি, জুঙ্গুরদী বাসস্ট্যান্ড এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) আসাদুজ্জামান সাকিল বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। সংঘর্ষে নিহতের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। শহিদুল ইসলাম বাবুল বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুকে এজন্য দায়ী করেছেন।  অন্যদিকে শামা ওবায়েদ বলেন, যারা দীর্ঘ ১৭ বছর ধরে নির্যাতন-নিষ্পেষণের শিকার হয়েছে, নগরকান্দার বিভিন্ন গ্রামের লোকজন, তারা এ বিষয়টি ভালো চোখে দেখেনি। সেজন্য সংঘর্ষের ঘটনা ঘটে থাকতে পারে।

সর্বশেষ খবর