শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠন

নতুন চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ

নিজস্ব প্রতিবেদক

শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের পরিচালক মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদকে। এর আগে তিনি রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ও রূপলী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন। আমানতকারী ও ব্যাংকের স্বার্থরক্ষা এবং ব্যাংকিং সুশাসন নিশ্চিত করতে জনস্বার্থে ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিষয়টি জানিয়ে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। চিঠিতে বলা হয়েছে, স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব; আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল জলিল; ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. এম মাসুদ রহমান ও চার্টার্ড অ্যাকাউনট্যান্ট মো. আবদুস সালাম এফসিএ, এফসিএমএকে। একই চিঠিতে ইসলামী ব্যাংকের আগের পরিচালনা পর্ষদ অকার্যকর ও বাতিল করা হয়েছে। দেশে রাজনৈতিক পটপরিবর্তন ও বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগের পর ইসলামী ব্যাংক বাংলাদেশসহ দুটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করা হলো। এর আগে ন্যাশনাল ব্যাংকের পর্ষদ ভেঙে নতুন করে গঠন করে।

২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলে নেয় এস আলম গ্রুপ। ব্যাংকটির মালিকানা নেওয়ার পর থেকে নামে-বেনামে ৭৫ হাজার কোটি টাকা বের করে নিয়েছে এস আলম গ্রুপ। ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপ কেবল ঋণ জালিয়াতি বা নিয়োগ পদোন্নতিতে অনিয়ম করেছে তেমন নয়; ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী কোনো একটি ব্যাংকে একক ব্যক্তি, পরিবার বা গোষ্ঠী সর্বোচ্চ ১০ শতাংশ শেয়ারের মালিকানা নিতে পারে। ইসলামী ব্যাংক দখলের পর নামে-বেনামে ২৪ প্রতিষ্ঠানের অনুকূলে ১৩১ কোটি ৮৯ লাখ ১২ হাজার ১৬৫টি শেয়ারের মালিকানা নিয়েছে এস আলম গ্রুপ; যা ব্যাংকটির মোট শেয়ারের ৮১ দশমিক ৯২ শতাংশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর