বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, বন্যায় দুর্দশাগ্রস্ত মানুষের কাছে ছুটে যাওয়াই এ মুহূর্তে বিএনপির প্রধান কাজ। এখন যে ঢল নামছে এটি কোনো স্বাভাবিক বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের পানি নয়, এটি পার্শ¦বর্তী দেশ ভারত বাঁধ কেটে পানি ছেড়ে দিয়েছে। যার কারণে দেশের মানুষ ভুক্তভোগী। ভারত শত্রুতা করে বাংলাদেশের মানুষের ওপর অত্যাচার-নির্যাতনে নেমেছে। গতকাল দুপুর ১২টায় লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় পথসভায় তিনি এসব কথা বলেন। এরপর তিনি বন্যায় দুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী তুলে দেন এবং ক্ষতিগ্রস্ত তেওয়ারিগঞ্জ, কুশাখালি, মান্দারীসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ্যানী বলেন, বর্তমানে মানুষের যে অসহায়ত্ব তা কখনো দেখা যায়নি। বন্যাদুর্গত এলাকার প্রত্যেক মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেবে বিএনপি। সরকারি ত্রাণসামগ্রী যেন প্রত্যেক মানুষ পায় সে জন্য অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করে আগামীর সুন্দর বাংলাদেশ গঠনে সবাইকে বর্তমান সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বিএনপি নেতা নিজামুদ্দিন ভূঁইয়া, হ্যাপি চৌধুরী, মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন, সম্পাদক হারুনুর রশিদ, জেলা কৃষক দলের সভাপতি মাহবুবুল আলম মামুন, সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।