রবিবার, ২৫ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

উজানে ড্যাম ও বাঁধ করা যায়

ড. আইনুন নিশাত

উজানে ড্যাম ও বাঁধ করা যায়

পানিসম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত বলেছেন, বন্যা নিয়ন্ত্রণে প্রথম দরকার উজানে পাহাড়ি অঞ্চলে একটা ড্যাম তৈরি করা, যাতে সেখানে বর্ষার অতিরিক্ত পানি ধরে রাখা যায়। তার পরেও ড্যামের ক্যাপাসিটির অতিরিক্ত বৃষ্টি হতে পারে। এ জন্য নদীর দুই পাশে শক্ত বাঁধ তৈরি করা যেতে পারে। বন্যার স্থায়ী সমাধান প্রসঙ্গে গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি এ কথা বলেন। আইনুন নিশাত বলেন, বন্যার স্থায়ী সমাধান বলতে কিছু নেই। পৃথিবীর সব জায়গাতেই বন্যা হয়। বড় মাত্রার বন্যা হলে কিছু করার নেই। মাঝারি বন্যা নিয়ন্ত্রণ করা যায়। তিনি বলেন, আমরা অনেকেই বাঁধ ও ড্যামের পার্থক্য বুঝি না। একটা হলো নদীর আড়াআড়ি, আরেকটা নদীর সমান্তরালে। ড্যাম পানি ধরে রাখে, বাঁধ আশপাশের এলাকাকে বাঁচিয়ে পানি ভাটিতে চলে যেতে সাহায্য করে। উদাহরণ হিসেবে কাপ্তাইয়ের কথা বলা যায়। আগে কর্ণফুলী নদীর ভাটিতে বিশেষ করে রাঙ্গুনিয়া, চট্টগ্রাম শহরসহ আশপাশের এলাকায় প্রচুর বন্যা হতো। ১৯৬২ সালের পর সেই বন্যার কথা আমরা ভুলে গেছি। বন্যা তেমন হয় না। একইভাবে গোমতী ছিল কুমিল্লার দুঃখ। কিন্তু গত ৩০ বছর তেমন বড় বন্যা হয়নি, কারণ উজানে ভারত একটা ড্যাম বানিয়েছে। তবে ড্যামের নিচেও বৃষ্টি হতে পারে। এ জন্য নদীর দুই পাড়ে মজবুত বাঁধ নির্মাণ করতে হবে। যেমন টঙ্গী থেকে আশুলিয়া হয়ে মিরপুর, কল্যাণপুর, মিটফোর্ড পর্যন্ত শক্ত বাঁধ আছে। এটা না থাকলে ১৯৮৭-১৯৮৮ সালে যেমন বন্যা হয়েছিল সেটা আরও হতে পারত। ওই বাঁধটা না থাকলে কল্যাণপুর পর্যন্ত পানির নিচে থাকত। এ জন্য সম্ভব হলে উজানে একটা ড্যাম এবং নদীর দুই পাড়ে যদি শক্ত বাঁধ দেওয়া যায় যেটা পানির চাপে ভাঙবে না, তাহলে একটা সমাধান হতে পারে। পাশাপাশি বন্যা পূর্বাভাস ব্যবস্থা আধুনিকায়ন ও মানুষের বোধগম্য করার ব্যবস্থা করতে হবে। আইনুন নিশাত বলেন, আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে যে ভাষা ব্যবহার করে তা সাধারণ মানুষ বোঝে না। মানুষ বুঝতে পারবে- এমন ভাষা ব্যবহার করতে হবে। উদাহরণস্বরূপ- দিল্লি কয়েক দিন আগে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছিল। আগরতলাতে জারি করা হয় রেড অ্যালার্ট। আমাদের সীমান্তের ১০-২০ কিলোমিটার দূরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, অথচ আমাদের আবহাওয়া বিভাগ কিছুই বলছে না। কাজেই এ পূর্বাভাসগুলোকে পর্যালোচনা করে সাধারণ মানুষের বোধগম্য করা উচিত এবং সবার কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর