রবিবার, ২৫ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

বন্যায় এখনো ডুবে আছে ত্রিপুরা মৃত্যু বেড়ে ২৪

প্রতিদিন ডেস্ক

ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় এখনো তলিয়ে আছে ভারতের ত্রিপুরা রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সরকারি হিসাবে মৃত্যু হয়েছে ২৪ জনের। বন্যাদুর্গতদের বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ত্রিপুরা স্টেট রাইফেলসের এক জওয়ানও। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

খবরে বলা হয়, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ১৭ লাখ মানুষ। বিভিন্ন মহাসড়ক, চাষের জমি কার্যত এখনো পানিতে তলিয়ে আছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি। যদিও গত দুই দিনে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমেছে। গোমতী নদীসহ অন্য নদীগুলোর পানি বিপৎসীমার নিচে নামতে শুরু করেছে। তবে ত্রিপুরার অনেকগুলো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে গতকালও।

বন্যা পরিস্থিতির কারণে বৃহস্পতিবার থেকে ত্রিপুরার সব সরকারি, আধা সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ত্রিপুরার বেশ কিছু জায়গায় বাজারে জিনিসপত্রের দাম লাগামছাড়া হতে শুরু করেছে।

 

 

সর্বশেষ খবর