শিরোনাম
রবিবার, ২৫ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

বিজিএমইএ-এর নতুন সভাপতি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নতুন সভাপতি হয়েছেন খন্দকার রফিকুল ইসলাম। তিনি ২০২৪-২০২৬ মেয়াদে নির্বাচিত এস. এম. মান্নান (কচি) এর নেতৃত্বাধীন বিজিএমইএ বোর্ডে সিনিয়র সহ-সভাপতি পদে ছিলেন। এর আগে দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র দেন বিজিএমইএ’র সভাপতি এস. এম. মান্নান (কচি)। এই প্রেক্ষিতে গতকাল ঢাকায় এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত বিজিএমইএর পরিচালনা পর্ষদের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এস. এম. মান্নান (কচি) এর পদত্যাগপত্র গ্রহণ করে বিজিএমইএ এর সভাপতি করা হয় সিনিয়র সহ-সভাপতি খন্দকার রফিকুল ইসলামকে। এ ছাড়া সভায় সর্বসম্মতিক্রমে সহ-সভাপতি থেকে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয় আব্দুল্লাহ হিল রাকিব এবং পরিচালক থেকে সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয় আসিফ আশরাফ (দীপু) কে। জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক বর্তমানে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ হিল রাকিব, সহ-সভাপতি- আরশাদ জামাল (দীপু), সহ-সভাপতি (অর্থ) মো. নাসির উদ্দিন, সহ-সভাপতি মিরান আলী, সহ-সভাপতি আসিফ আশরাফ, সহ-সভাপতি রকিবুল আলম চৌধুরী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর