সোমবার, ২৬ আগস্ট, ২০২৪ ০০:০০ টা
সেক্রেটারি জেনারেল

সংস্কারে সরকারকে প্রয়োজনীয় সময় দেবে জামায়াত

নিজস্ব প্রতিবেদক, যশোর

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কার করতে যে সময় লাগবে, অন্তর্বর্তী সরকারকে সে সময় দেওয়া হবে। এরপর সুষ্ঠু নির্বাচন দিতে হবে। যে নির্বাচনে কেউ বলবে না যে, আপনার ভোট হয়ে গেছে। গতকাল বিকালে যশোর জেলা পরিষদ মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। যশোর শহর সাংগঠনিক জেলা শাখার আমির অধ্যাপক গোলাম রসূলের সভাপতিত্বে এ সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মাওলানা মোবারক হুসাইন ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজীজুর রহমান। মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশে জগদ্দাল পাথরের মতো চেপে বসা ১৫ বছরের স্বৈরশাসকের পতন হয়েছে। দেশের মানুষ স্বস্তি ফিরে পেয়েছে। প্রকৃত স্বাধীনতার সুবাতাস অনুভব করছে। এই বিজয়ের পর ভিন্ন ধর্মাবলম্বীদের বাড়ি-ঘরে হামলার নাটক সৃষ্টি করে প্রতিবিপ্লব ঘটানোর পাঁয়তারা করেছিল পরাজিত শক্তি। কিন্তু দেশের মানুষ সেই ষড়যন্ত্র রুখে দিয়েছে। জামায়াত-শিবিরের কর্মীরা রাত জেগে মন্দির পাহারা দিয়েছে, যা সারাবিশ্বে প্রশংসা কুড়িয়েছে। তিনি বলেন,  ছাত্র-জনতার মাত্র এক মাসের আন্দোলনে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। এ সময়ে শহীদ হয়েছেন ১ হাজারেরও বেশি মানুষ। জামায়াতে ইসলামী এসব শহীদ পরিবারের পাশে সারাজীবন থাকবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

 

সর্বশেষ খবর