মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলার প্রতিবাদে বিক্ষোভ চলছেই

প্রতিদিন ডেস্ক

ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলার প্রতিবাদে বিক্ষোভ চলছেই

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে শার্শা ও বেনাপোলের গণমাধ্যম কর্মীদের মানববন্ধন -বাংলাদেশ প্রতিদিন

দেশের শীর্ষস্থানীয় মিডিয়া হাউস ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ওপর হামলা-ভাঙচুরের প্রতিবাদে এবং হামলায় জড়িতদের শাস্তির দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন অব্যাহত রয়েছে। গতকালও নানা স্থানে এসব কর্মসূচি পালন করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

বগুড়া : বগুড়ার শেরপুরে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বেলা ১২টায় জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা শাখার উদ্যোগে শহরের স্থানীয় বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, আদিবাসী ইউনিয়ন, জমিয়াতুল মোদারেসীন, ইসলামী ছাত্রশিবিরের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে একাত্মতা ঘোষণা করে বক্তারা বক্তব্য রাখেন।

জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা কমিটির সভাপতি আবদুুল আলীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের শেরপুর প্রতিনিধি আইয়ুব আলীর সঞ্চালনায় ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ দবিবুর রহমান, জেলা জমিয়াতুল মোদারেসীনের সভাপতি অধ্যক্ষ আবদুল হাই বারী, উপজেলা জামায়াতের সেক্রেটারি নাজমুল হক, উপজেলা বিএনপির নেতা তৌহিদুজ্জামান পলাশ, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুস সাত্তার, শেরপুর পৌর শাখা শিবিরের সভাপতি রবিন হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল্লাহ সাদিক, প্রত্যয় ইসলাম, তৌকির আহম্মেদ, আদিবাসী ইউনিয়নের নেতা সবিতা রানী, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি নিমাই ঘোষ, সহসভাপতি সবুজ চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুল মান্নান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, সাধারণ সম্পাদক শুভকুন্ডু, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, সাংবাদিক উন্নয়ন সোসাইটির সভাপতি শহিদুল ইসলাম শাওন, শেরপুর থানা প্রেস ক্লাবের সভাপতি আবদুুল হান্নান রোকন, সাংবাদিক জাহাঙ্গীর ইসলাম, জাহিদ হাসান, বাঁধন কর্মকার কৃষ্ণ, রাশেদ আহমেদ, আল ইমরান, আপেল মাহমুদ আশকারী, ইফতেখার আলম, রুহুল আমিন, তোফাজ্জল হোসেন, ওমর ফারুক, আবদুুল হামিদ, শাকিল আহমেদ, তোফায়েল আহমেদ, আবদুুল রাজ্জাক প্রমুখ বক্তব্য রাখেন। তারা শেরপুর প্রেস ক্লাবসহ দেশব্যাপী গণমাধ্যমকর্মীদের ওপর হামলারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সাংবাদিক সংস্থা আয়োজিত এ কর্মসূচিতে কয়েক শ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

জামালপুর : জামালপুরে প্রতিবাদ সমাবেশ করেছেন জেলার কর্মরত সাংবাদিকরা। দুপুরে জামালপুর জেলা প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত প্রতিবাদ সমাবেশে জেলা প্রেস ক্লাবের সভাপতি ও যায়যায়দিনের সাংবাদিক ইউসুফ আলীর সভাপতিত্বে এবং ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের জামালপুর প্রতিনিধি শুভ্র মেহেদীর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক উৎপল কান্তিধর, আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, জামালপুর সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সভাপতি শামীমা খান, বুদ্ধি প্রতিবন্ধী স্কুল (সুইট)-এর সাধারণ সম্পাদক অজয় কুমার পাল, ভাষা সৈনিক মতি মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রভাষক এ কে এম আশরাফুজ্জামান স্বাধীন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর আরিফ হোসেন, দিনকালের সাংবাদিক মুকুল রানা, এসএ টিভি ও বাংলাদেশ বেতারের ফজলে এলাহী মাকাম, নিউ নেশন ও ইত্তেফাকের শাহ্ জামাল, মোহনা টিভির উসমান হারুনী, নিউজ২৪ টিভির তানভীর আজাদ মামুন, দীপ্ত টিভি ও দেশ রূপান্তরের তানভীর আহমেদ হীরা, এনটিভি ও খবরের কাগজের আসমাউল আসিফ, এখন টিভির জামালপুর প্রতিনিধি জুয়েল রানা, কালের কণ্ঠের জামালপুর সংবাদদাতা মমিনুল ইসলাম কিসমত, বাংলানিউজ২৪ ডটকম ও যমুনা টিভির সাগর ফরাজী, বাংলাদেশ প্রতিদিনের মাদারগঞ্জ প্রতিনিধি জুলফিকার বাবুল, কালের কণ্ঠের বকশীগঞ্জ প্রতিনিধি আবদুল লতিফ লায়ন, কালের কণ্ঠের দেওয়ানগঞ্জ প্রতিনিধি তারেক মাহমুদ, বাংলাদেশ প্রতিদিনের মেলান্দহ প্রতিনিধি ফরিদুল ইসলাম, ঢাকা পোস্টের জামালপুর প্রতিনিধি মোত্তাছিম বিল্লাহ, দৈনিক জনবাণীর জামালপুর প্রতিনিধি এম কাওছার সৌরভ, বাংলা টিভির জামালপুর প্রতিনিধি নূর মোহাম্মদ ফজলুল করিম কাওছার, আনন্দ টিভির জামালপুর প্রতিনিধি বাহা উদ্দিন খান, মানবকণ্ঠের মাদারগঞ্জ প্রতিনিধি খাদেমুল ইসলাম আবেদ প্রমুখ।    

নেত্রকোনা : হামলা ও ভাঙচুরে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত রয়েছে। গতকালও দুপুরে জেলা প্রেস ক্লাব ও কর্মরত সাংবাদিক সমাজের ব্যানারে প্রেস ক্লাব কমপ্লেক্সে প্রতিবাদ সমাবেশ হয়। এতে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, সমকাল পত্রিকার সাংবাদিক খলিলুর রহমান শেখ ইকবাল, কালের কণ্ঠ পত্রিকার সাংবাদিক মনিরুজ্জামান মহসিন, একুশে টিভির সাংবাদিক মনোরঞ্জন সরকার, মাছরাঙা টিভির মীর মনিরুজ্জামান, বাংলাদেশ টেলিভিশনের শিমুল মিলকি, প্রথম আলোর সাংবাদিক পল্লব চক্রবর্তী, যমুনা টিভির সাংবাদিক কামাল হোসেন, মাই টিভির সাংবাদিক আনিসুর রহমান, চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক হানিফ উল্লাহ আকাশ, নিউজ টুয়েন্টিফোর টেলিভিশন সাংবাদিক সোহান আহমেদ, বাংলা নিউজের সাংবাদিক আবদুর রহমান, সিএনএন বাংলার গোলাম কিবরিয়া, দেশ রূপান্তর পত্রিকার নুরুল আলম কামাল ম ল ও সময়ের কণ্ঠস্বরের মীর্জা হৃদয় সাগরসহ অন্যরা।

কুষ্টিয়া : কুষ্টিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে জেলায় কর্মরত সাংবাদিক ছাড়াও মানবাধিকার কর্মী, শিক্ষক, সাংস্কৃতিক সংগঠক এবং সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বেলা ১২টায় কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের উদোগে শহরের এনএস রোডে ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দৈনিক কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল শেখ, বাংলাভিশন টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী, বৈশাখী টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি রবিউল ইসলাম দোলান, দৈনিক ইত্তেফাকের কুষ্টিয়া প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মঞ্জু, মানবাধিকার কর্মী তাজনিহার বেগম প্রমুখ। এ ছাড়া কুষ্টিয়ার বিভিন্ন গণমাধ্যমকর্মীদের নামে মিথ্যা ও পুলিশের হয়রানিমূলক মামলা দায়ের বন্ধের দাবি জানান বক্তারা।

নীলফামারী : গণমাধ্যমে হামলার প্রতিবাদে নীলফামারীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১২টার দিকে নীলফামারী প্রেস ক্লাব মিলনায়তনে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীর ব্যানারে অনুষ্ঠিত সমাবেশে সাংবাদিক ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন। এতে নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি এ বি এম মঞ্জুরুল আলম সিয়ামের সভাপতিত্বে বক্তৃতা দেন নীলফামারী প্রেস ক্লাবের সাবেক সভাপতি তাহমিন হক ববী, সাবেক সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান, প্রেস ক্লাবের সহসভাপতি আনোয়ারুল আলম প্রধান, দৈনিক নীলফামারী বার্তার সম্পাদক শীষ রহমান, প্রথম আলোর প্রতিনিধি মীর মাহমুদুল হাসান আস্তাক, এটিএন নিউজের প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন, কালের কণ্ঠের প্রতিনিধি ভুবন রায় নিখিল, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আবদুল বারী, নিউজ টুয়েন্টিফোরের প্রতিধিনিধ আবদুর রশীদ, একাত্তর টেলিভিশনের প্রতিনিধি বিজয় চক্রবর্তী কাজল, ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি মাহমুদ আল হাসান রাফিন, খোলা কাগজের প্রতিনিধি মোশাররফ হোসেন, জেলা রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক আল-আমিন রহমান, এশিয়ান এইজের প্রতিনিধি আজাহারুল ইসলাম রাজা, প্রথম আলো বন্ধুসভার সভাপতি রুবি আক্তার, বসুন্ধরা শুভসংঘের সহসম্পাদক গিরেন্দ্র নাথ রায়, সমাজকল্যাণ সম্পাদক দিপু রায় প্রমুখ। সমাবেশে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক জুয়েল রহমান, সাবেক সভাপতি আলী সাদ্দামসহ সংগঠনটির অন্যান্য সদস্যরাও অংশগ্রহণ করেন।

বেনাপোল (যশোর) : বেনাপোলে  শার্শা উপজেলার বিভিন্ন প্রেস ক্লাবের গণমাধ্যমকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বেনাপোল কাস্টমস হাউসের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বেনাপোল প্রেস ক্লাবের  সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ টিভির প্রতিনিধি আলহাজ বকুল মাহবুব, কালের কণ্ঠ পত্রিকার সাংবাদিক জামাল হোসেন, বেনাপোল হাইস্কুলের সাবেক শিক্ষক আবদুল মান্নান, সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী মতিয়ার রহমান, সিনিয়র সাংবাদিক দৈনিক সংবাদের দেবুল কুমার দাস, সমকালের সাংবাদিক সাজেদুর রহমান, শার্শা প্রেস ক্লাবের সভাপতি এটিএন বাংলার আহমেদ আলী শাহীন, ইনডিপেনডেন্ট টিভির আবদুুর রহিম, দৈনিক বাংলার রাশেদুজ্জামান রাসু, বন্দর প্রেস ক্লাবের সেক্রেটারি আজিজুল হক, মানবকণ্ঠের ফারুক হাসান, আমার সংবাদের ফারুক আহম্মদ, বৈশাখী টেলিভিশনের সেলিম রেজা, সীমান্ত প্রেস ক্লাবের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক আয়ুব হোসেন পক্ষি, নাগরিক টিভির ওছমান গনি, সাংবাদিক সুমন হোসেন প্রমুখ।

টঙ্গী (ঢাকা) : দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায় এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। টঙ্গীতে কর্মরত গণমাধ্যমকর্মীদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে টঙ্গী ও গাজীপুর জেলার সাংবাদিকসহ টঙ্গী সরকারি কলেজ অ্যান্ড বিশ্ববিদ্যালয়, উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিদিনের টঙ্গী প্রতিনিধি আফজাল হোসেনের সভাপতিত্বে এবং সাংবাদিক মোহাম্মদ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ সমাচারের টঙ্গী প্রতিনিধি বি এম আশিক হাসান, যুগান্তরের টঙ্গী পূর্ব থানা প্রতিনিধি লুৎফুজ্জামান লিটন, বাংলা টিভির টঙ্গী প্রতিনিধি তাওহিদ কবির, দৈনিক আজকের পত্রিকার টঙ্গী প্রতিনিধি নাঈমুল হাসান, সমকালের টঙ্গী প্রতিনিধি আবু সালেহ মুছা, বাংলাদেশ বিজনেস-এর টঙ্গী প্রতিনিধি কালিমুল্লাহ ইকবাল, নিউজ২৪-এর জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, যমুনা টিভির জেলা প্রতিনিধি পলাশ প্রধান, যুগান্তরের টঙ্গী পশ্চিম থানা প্রতিনিধি মো. জাকির হোসেন, দৈনিক জবাবদিহির টঙ্গী প্রতিনিধি মৃণাল চৌধুরী সৈকত, প্রথম ভোরের টঙ্গী প্রতিনিধি হাজী মনির, গাজী টিভির নগর প্রতিনিধি সাব্বির আহম্মেদ সুবীর, বাংলাদেশ খবরের টঙ্গী প্রতিনিধি মোহাম্মদ আলী ভূঁইয়া, কালের কণ্ঠের নগর প্রতিনিধি রিপন আনসারী। কর্মসূচিতে অন্য সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সংবাদের টঙ্গী প্রতিনিধি শাহজালাল, দৈনিক আলোকিত সকালের স্টাফ রিপোর্টার কাজী আশরাফুল আলম, দৈনিক রূপবানীর জাহিদ হাসান, ঢাকা ক্রাইমের পাবেল, দৈনিক দেশবাংলার স্টাফ রিপোর্টার নাদিম খান, দৈনিক সংবাদ মোহনার তাওহিদুল ইসলাম, ঢাকা টাইমস-এর মো. রাজীব, দৈনিক দেশ বর্তমানের লিটন মিয়া, দৈনিক বর্তমানের মোস্তাকিন খান, যুগান্তরের আনোয়ার মাস্টার, আওলাদ হোসন, হানিফ ঢালি, শিক্ষার্থী মো. ফাহিম ও আদর।

রাজবাড়ী : ‘হিংসা আর সংঘাত নয়, বৈষম্যহীন স্বাধীন গণমাধ্যম চাই’ স্লোগান সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়া লিমিটেডসহ দেশের বিভিন্ন জেলার গণমাধ্যমকর্মীদের ওপর হামলার প্রতিবাদে জেলা-উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

দৈনিক কালের কণ্ঠের গোয়ালন্দ প্রতিনিধি গণেশ পালের সভাপতিত্বে গোয়ালন্দ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম শেখের সঞ্চালনায় বক্তব্য রাখেন গোয়ালন্দ প্রেস ক্লাবের সভাপতি ও মোহনা টিভির গোয়ালন্দ প্রতিনিধি আবুল হোসেন, যুগান্তরের রাজবাড়ী প্রতিনিধি ও রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেলাল মাহমুদ, বৈশাখী টিভির রাজবাড়ী প্রতিনিধি আজু শিকদার, প্রথম আলোর গোয়ালন্দ প্রতিনিধি এম রাশেদুল হক রায়হানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। বক্তারা বলেন, বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়া লিমিটেডে দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, নিউজ-২৪ কার্যালয়সহ দেশের বিভিন্ন গণমাধ্যমকর্মী ও প্রতিষ্ঠানের ওপর যে হামলা ও ভাঙচুর করা হয়েছে সেটা দুঃখজনক। দ্রুত সময়ের মধ্যে হামলাকালীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

 

 

সর্বশেষ খবর