মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

শুল্কমুক্ত সুবিধায় আনা সাবেক তিন এমপির গাড়ি আটকা

বাগেরহাট প্রতিনিধি

শুল্কমুক্ত সুবিধায় আনা সাবেক তিন এমপির গাড়ি আটকা

শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা সদ্য সাবেক তিন সংসদ সদস্যের (এমপি) তিনটি বিলাসবহুল ‘প্রাডো’ গাড়ি মোংলা বন্দরে পড়ে রয়েছে। এগুলো প্রায় এক মাস ধরে মোংলা বন্দরে পড়ে থাকলেও গতকাল পর্যন্ত এগুলো ছাড়িয়ে নিতে কেউ আসেনি। সেখান থেকে নিতে হলে কাস্টমসকে রাজস্ব পরিশোধ করতে হবে ২৭ কোটি টাকা। আওয়ামী লীগের তিন সাবেক  এমপি মুহাম্মদ জাকারিয়া, অনুপম শাহজাহান জয় ও নাসিমা জামান ববি শুল্কমুক্ত সুবিধায় আমদানি করেন। ‘বিল অব এন্ট্রি’ দাখিল না করায় তিনটি গাড়ি মালিক আর শুল্কমুক্ত সুবিধা পাবেন না। এখন স্বাভাবিক হারে শুল্ক পরিশোধ করেই এসব গাড়ি খালাস করতে হবে বলে জানিয়েছে মোংলা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। মোংলা কাস্টমস হাউসের শুল্ক বিভাগের রাজস্ব কর্মকর্তা মো. শাকিল আহম্মেদ জানান, আমদানিকারক প্রতিষ্ঠান ‘কার এজেন্ট অটো’ মোংলা বন্দরের মাধ্যমে তিন এমপির নামে শুল্কমুক্ত সুবিধায় তিনটি গাড়ি আমদানি করে। একেকটি প্রাডো গাড়ি আমদানি করা হয়েছিল ৯৯ লাখ টাকায়। এখন শুল্ক দিয়ে প্রতিটি গাড়িরই দাম পড়বে ৯ কোটি টাকা। এ ধরনের গাড়ির কর ৮১০ শতাংশ। সে হিসাবে স্বাভাবিক হারে শুল্ককর পরিশোধ করে গাড়ি তিনটি ছাড়িয়ে নিতে হলে দিতে হবে ২৭  কোটি টাকা।  মোংলা কাস্টমস হাউসের কমিশনার মো. মাহাবুবুর রহমান জানান, যেসব গাড়ি ৬ আগস্টের পরে আমদানি হয়েছে তা সংসদ সদস্যের আনা শুল্কমুক্ত কোটায় খালাসের সুযোগ নেই। এখন এ ধরনের গাড়ি খালাস করতে হবে পুরোপুরি শুল্ককর পরিশোধ করে।

 

সর্বশেষ খবর