বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

গণ অধিকার পরিষদকে নিবন্ধনে সাত দিনের আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক

গণ অধিকার পরিষদকে (নুরুল হক নূর) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে সাত দিনের সময় বেঁধে দিয়েছে দলটি। গতকাল দলের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বরাবর দেওয়া চিঠিতে এই দাবি জানানো হয়। নুরুল হক নুর এই চিঠিতে নিজেকে দলটির সভাপতি উল্লেখ করে বলেন, সব শর্ত পূরণ সত্ত্বেও গণ অধিকার পরিষদকে অন্যায্যভাবে নিবন্ধন দেওয়া হয়নি। কার্যকর রাজনৈতিক দল হিসেবে গণ অধিকার পরিষদকে (জিওপি) আগামী সাত দিনের মধ্যে নিবন্ধন দেওয়ার জোর দাবি জানাচ্ছি। এ বিষয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর নির্বাচন কমিশনে এসে তাদের দলের নিবন্ধন পুনর্বিবেচনার জন্য একটি চিঠি দিয়েছেন। আমরা বিষয়টি আইন শাখায় মতামতের জন্য পাঠাব। আইন শাখার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। গণ অধিকার পরিষদের চিঠিতে উল্লেখ বলা হয়েছে, ২০২৩ সালের ১১ জুলাই গণ অধিকার পরিষদ (জিওপি) নামীয় রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয় ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের কার্যকারিতা এবং অন্যান্য বিষয়-সংক্রান্ত তথ্য পুনঃযাচাই করতে উপ-সচিব (আইন) ও রাজনৈতিক দলের তথ্য পুনঃযাচাই কমিটির আহ্বায়ক মো. আবদুছ সালামের নেতৃত্বে চার সদস্যের কমিটি দলটির কার্যালয় পরিদর্শন করেন। কমিটি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকারিতা-সংক্রান্ত একটি প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে বলা হয়, বর্ণিত রাজনৈতিক দল নির্বাচন কমিশনে নির্বাচনের জন্য আবেদনপত্রের সঙ্গে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি দাখিল করেছে। ২০২৩ সালের ১ জুলাই দলের জরুরি সভায় গঠনতন্ত্র অনুযায়ী আহ্বায়ককে অপসারণ করায় বর্ণিত আহ্বায়ক কমিটি বর্তমানে অস্তিত্বহীন এবং অকার্যকর। দলের আহ্বায়ক ড. রেজা কিবরিয়াকে অপসারণ করার প্রক্রিয়াটি নিয়মতান্ত্রিক ও গঠনতান্ত্রিক ছিল এবং পরবর্তীতে জাতীয় কাউন্সিলে নির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনতান্ত্রিক ও কার্যকর মর্মে কমিটির নিকট প্রতীয়মান হয়। ওই বছরের ১৬ জুলাই গণ অধিকার পরিষদ নবনির্বাচিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও সংশোধিত গঠনতন্ত্রসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি নির্বাচন কমিশনে দাখিল করা হয়। সব শর্ত পূরণ সত্ত্বেও গণঅধিকার পরিষদকে (জিওপি) অন্যায্যভাবে নিবন্ধন দেওয়া হয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর