বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

ঢাবির প্রো-ভিসি নিয়োগ প্রজ্ঞাপন আটকে গেছে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য মো. সাহাবুদ্দিন ফাইলে স্বাক্ষরের পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুজন নতুন প্রো-ভিসির পদায়নের প্রজ্ঞাপন জারি হয়নি। সময়ক্ষেপণের অভিযোগ উঠেছে শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে। তবে অনুসন্ধানে জানা যায়, বিশ্ববিদ্যালয় আগের দুই প্রো-ভিসি (অধ্যাপক মুহাম্মদ সামাদ ও অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার) পদত্যাগ না করায় প্রজ্ঞাপন জারিতে সময়ক্ষেপণ হচ্ছে। এ ছাড়া শিক্ষকদের একটি পক্ষের বিরোধিতাও রয়েছে বলে জানা যায়। তবে কী কারণে ওই বিরোধিতা তা জানা যায়নি। ইতোমধ্যে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। জানা যায়, গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ পান ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পান ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হিসেবে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সাইমা হক বিদিশা এবং ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইলকে নিয়োগের বিষয়েও সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি। তবে পরপর দুই দিনে উপাচার্য এবং কোষাধ্যক্ষ নিয়োগ প্রজ্ঞাপন জারি হলেও নতুন দুই প্রো-ভিসি নিয়োগের প্রজ্ঞাপন এখনো জারি করেনি মন্ত্রণালয়। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আবদুর রশিদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমার কাছে নির্দেশ এলে আমি সেটা পালন করি। যাদের নিয়োগের অনুমোদন আমার কাছে এসেছে তাদের প্রজ্ঞাপন জারি করেছি। আমার কাছে নির্দেশ এলে জানিয়ে দেব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর