শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪ ০০:০০ টা
সৈয়দা রিজওয়ানা হাসান

যথাযথভাবে দিতে হবে জাহাজভাঙা প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক

যথাযথভাবে দিতে হবে জাহাজভাঙা প্রতিবেদন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্লাস্টিকের ব্যানার ব্যবহার বন্ধে কার্যকর  পদক্ষেপ নিতে হবে। জাহাজভাঙা পরিদর্শনে যথাযথভাবে প্রতিবেদন দিতে হবে। গতকাল মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির জুলাই পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।  সভায় পরিবেশ উপদেষ্টা নদী, শব্দ ও প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা সৃষ্টির জন্য পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশনা প্রদান করেন। বন অধিদপ্তরের প্রধানকে বন্যপ্রাণী সংরক্ষণ, সাফারি পার্কের আধুনিক ব্যবস্থাপনা এবং ইউক্যালিপটাসের পরিবর্তে দেশজ গাছ লাগানোর পরামর্শ দেন। এ ছাড়া ভবিষ্যতে মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোয় ভবন                 নির্মাণে ব্লক ইটসহ পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী ব্যবহার করার নির্দেশা দেন।

সর্বশেষ খবর