শিরোনাম
শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

বসুন্ধরা ফুডের বন্যা ত্রাণ বিতরণ সেনা তত্ত্বাবধানে

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরা ফুডের বন্যা ত্রাণ বিতরণ সেনা তত্ত্বাবধানে

বসুন্ধরা ফুডের পক্ষ থেকে ত্রাণ পৌঁছে যাবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে -বাংলাদেশ প্রতিদিন

দেশের শীর্ষস্থানীয় শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান বসুন্ধরা ফুডের পক্ষ থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বন্যার্তদের মাঝে বিতরণের জন্য ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে দুর্গম এবং প্রত্যন্ত অঞ্চলে সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণের লক্ষ্যে সেনাবাহিনী ত্রাণ বিতরণ ব্যবস্থাপনা কেন্দ্র, লজিস্টিকস এরিয়া, ঢাকা সেনানিবাসে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের পক্ষ থেকে ১০ হাজার উপহার প্যাকেট পৌঁছে দেওয়া হয়। বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ত্রাণের প্রতি প্যাকেটে রয়েছে চাল, ডাল, তেল, লবণ, আলু, পিঁয়াজ, মরিচ, গুঁড়া মসলা, হলুদ গুঁড়া, খাবার পানি, দিয়াশলাই, ওরস্যালাইন এবং প্রয়োজনীয় ওষুধ। ত্রাণসামগ্রী বন্যাদুর্গত কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট (মৌলভীবাজার) এলাকায়  সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিতরণ করা হবে।

সর্বশেষ খবর