পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়া কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা এবং ফেনী সদরের মোটবী ইউনিয়নের বেদরাবাদ শিলুয়ায় বসুন্ধরার ত্রাণ বিতরণ করা হয়েছে।
গতকাল ময়মনসিংহের বসুন্ধরা শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখার সদস্যরা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় এসে বানভাসি মানুষের পাশে দাঁড়ান। উপজেলার মিতুল্লাসহ বিভিন্ন পানিবন্দি গ্রামে গলা পানিতে নেমে তারা ত্রাণ সহায়তা দেন। চৌদ্দগ্রামের ৩০০ বন্যার্ত পরিবারকে দেওয়া হয় খাদ্যসহায়তা। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখার সভাপতি নাফিউল হাসান মুবিন, সহসভাপতি সাদমান আল সাকিব, নাজমুল হক টিটু, রাফিউল ইসলাম তানভীর, সানাউল হক স্বাধীন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রাহাত, শরিফ রায়হান, জিহাদ হাসান, মাহমুদুল হাসান আকাশ, সাংগঠনিক সম্পাদক সাদমান সাকিব মুগ্ধ, দপ্তর সম্পাদক মো. রিফাত আহমেদ, আইনবিষয়ক সম্পাদক সানবির আহমেদ সোহান, মানবসম্পদ বিষয়ক সম্পাদক ইমরুল হাসান রিফাত, কার্যকরী সদস্য গোলাপসহ অন্যরা।
এ ছাড়া ফেনী সদরের মোটবী ইউনিয়নের বেদরাবাদ শিলুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে দেওয়া হয়েছে ‘বসুন্ধরা’ ‘শুভসংঘে’র চাল। দুপুরে স্থানীয় পাটোয়ারি বাড়িতে এসব পরিবারের হাতে ৫০০ কেজি চাল তুলে দেওয়া হয়। কার্যক্রম তদারক করেন ‘শুভসংঘ’ জেলা কমিটির সভাপতি ফয়রুল হক বাপ্পি, সহসভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসিম আনোয়ার জাকি, ‘কালের কণ্ঠে’র জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা। অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনীর সাধারণ সম্পাদক সমর দেবনাথ। চাল বণ্টনে সহায়তা করেন মোহাম্মদ আলী জিন্নাহ, মো. জাফরসহ স্থানীয় স্বেচ্ছাসেবীরা।