রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

সাবেক পাটমন্ত্রী গাজীর বিরুদ্ধে আরও মামলা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এলোপাতাড়ি পিটিয়ে জখম, চুরি, চাঁদাবাজির অভিযোগে সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। শুক্রবার উপজেলার কায়েতপাড়ার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার আবদুল মালেকের স্ত্রী মোসাম্মদ নুরুন্নাহার বাদী হয়ে মামলাটি করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত জুবায়ের হোসেন। তিনি বলেন, ২০০৩ সালের ৮ অক্টোবর চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের মোসাম্মদ নুরুন্নাহারকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করা হয়। পাশাপাশি চুরি ও চাঁদাবাজির অভিযোগ আছে। ওইসব অভিযোগের ভিত্তিতে ভিকটিম সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং তাঁর ছেলে গোলাম মর্তুজা পাপ্পাসহ ৩৩ জনকে আসামি করে নারায়ণগঞ্জ আদালতে মামলা করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী রূপগঞ্জ থানায় মামলাটি রুজু করা হয়। এর আগে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুলিবর্ষণের ঘটনার অভিযোগে সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, তাঁর ছেলে পাপ্পা গাজী, রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে আন্ডা রফিক, গাজীর চার পিএসসহ ৮৮ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা করা হয়েছে। বুধবার রাতে বাবুল শিকদার নামে এক বিএনপি নেতা বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ৪৮ জনকে নামীয় ও অজ্ঞাত ৪০ জনকে আসামি করা হয়।

মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, তাঁর ছেলে গোলাম মর্তুজা পাপ্পা, রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে আন্ডা রফিক, গাজীর পিএস এমদাদুল হক দাদুল, নাফিজ ইকবাল, কামরুজ্জামান হীরা ও আহসানুল হক কঙ্কন, রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমন হাসান খোকন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কাউন্সিলর জাকারিয়া, ফিরোজ ভুইয়া প্রমুখ।

সর্বশেষ খবর