সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা
ফরিদ উদ্দিন আহমেদ

শিক্ষকদের অপদস্ত করা চরম গর্হিত কাজ

রাবি প্রতিনিধি

শিক্ষকদের অপদস্ত করা চরম গর্হিত কাজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে দলবলে এসে শিক্ষককে অবরুদ্ধ  করা এবং লাঞ্ছিত করে পদত্যাগে বাধ্য করা কোনোভাবেই কাম্য নয়। এভাবে শিক্ষককে অপদস্ত করা চরম গর্হিত কাজ বলে মনে করি। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে বা কেউ অপকর্মে যুক্ত থাকলে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত। দেশের মানুষ বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এখন সাম্য ও ন্যায়ের ভিত্তিতে সব অপরাধীর বিচার হওয়া জরুরি। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, এসব ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এমন অনাকাক্সিক্ষত ঘটনার পুনরাবৃত্তি রোধে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে শৃঙ্খলা ফেরাতে হবে। তিনি আরও বলেন, প্রয়োজনে ‘৫ আগস্টের পর স্বেচ্ছায় পদত্যাগ গৃহীত হবে না’ মর্মে প্রজ্ঞাপন জারি করে এ সমস্যার আশু সমাধান সম্ভব। তিনি বলেন, কর্মক্ষেত্রে উপস্থিত না থাকায় শূন্যতার সৃষ্টি হচ্ছে। অবিলম্বে ফাঁকা পদে দক্ষ ও যোগ্যদের পদায়ন করতে হবে। তবে অবশ্যই বিতর্কিতদের পদায়ন থেকে বিরত রাখতে হবে।

সর্বশেষ খবর