সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

পুলিশে ফের বড় রদবদল

নিজস্ব প্রতিবেদক

পুলিশে ফের বড় রদবদল

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ৮৪ কর্মকর্তাকে বিভিন্ন পদে রদবদল করা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনে বদলি ও পদায়ন সংক্রান্ত এ রদবদলের তথ্য জানানো হয়।

২৭ ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিকে পদায়ন : প্রজ্ঞাপনে ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ২৭ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। তারা হলেন- মহা. আশরাফুজ্জামানকে শিল্পাঞ্চল পুলিশে; মোসলেহ উদ্দিন আহমেদ, আবু নাছের মোহাম্মদ খালেদ, ড. শোয়েব রিয়াজ আলম, তাপতুন নাসরীন, নাছিমা আক্তার, মো. আতাউল কিবরিয়া ও মো. আকরাম হোসেনকে পুলিশ সদর দপ্তরে, সরদার নুরুল আমিনকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে, জি এম আজিজুর রহমান, মো. সরওয়ার, মো. ইকবাল হোসেন, মো. মনিরুজ্জামান, এজাজ আহমেদ. মো. মোয়াজ্জেম হোসেন ও মো. মাহমুদুর রহমানকে এসবিতে, সানা শামীনুর রহমান, মো. ফারুক হোসেন, সামসুন নাহার, মোহাম্মদ কামরুজ্জামান, মোহাম্মদ শহীদুল্লাহ ও রেজাউল করিম মল্লিককে ডিএমপিতে, শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে রেলওয়ে পুলিশে, এ বি এম মাসুদ হোসেনকে বিপিএ সারদা রাজশাহীতে, মো. শহিদুল্লাহকে সিআইডিতে এবং আসমা সিদ্দিকা মিলিকে পুলিশ ট্রেনিং সেন্টার রংপুরে পদায়ন করা হয়েছে। ১৬ ডিআইজিকে বদলি : পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্বে থাকা ১৬ ডিআইজিকে বদলি করা হয়েছে। বদলির পর ১৬ জনকেই সংযুক্ত করা হয়েছে। তারা হলেন- এ জেড এম নাফিউল ইসলাম, মো. নিশারুল আরিফ, ইমতিয়াজ আহমেদ, মো. আবদুল কুদ্দুছ আমিন, মোহাম্মদ আবুল ফয়েজ, মো. মনিরুল ইসলাম, এ কে এম নাহিদুল ইসলাম, আমেনা বেগম, মো. মনির হোসেন, মো. আজাদ মিয়া, মো. মনিরুজ্জামান, মো. জামিল হাসান, মো. মাহবুবুর রহমান, শ্যামল কুমার নাথ, এস এম মোস্তাক আহমেদ খান এবং মিরাজ উদ্দিন আহম্মেদ। ২২ এসপিকে ডিএমপিতে পদায়ন : পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত এসপি পদমর্যাদার ২২ কর্মকর্তাকে উপকমিশনার (ডিসি) হিসেবে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) পদায়ন করা হয়েছে। তারা হলেন- মোহাম্মদ ওসমান গণি, মোহাম্মদ তাহেরুল হক চৌহান, মো. শামীম হোসেন, মো. ছালেহ উদ্দিন, মো. সারোয়ার জাহান, আবুল ফজল মহাম্মদ তারিক হোসেন খান, মুহাম্মদ তালেবুর রহমান, মোহাম্মদ মাকছুদের রহমান, মো. মিজানুর রহমান, মো. নজরুল ইসলাম, মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী, মো. রেজাউল করিম, মোহাম্মদ মাসুদ রানা, মো. তারেক মাহমুদ, মো. আমীর খসরু, মো. রফিকুল ইসলাম, মো. আনোয়ার সাঈদ, মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, তাহমিনা তাকিয়া, মোহাম্মদ নূরে আলম এবং মোহাম্মদ হারুন অর রশিদ। ১৯ এসপিকে বদলি : বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সুপার পদমর্যাদার ১৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তারা হলেন- মীর আশরাফ আলীকে সিআইডিতে; কাজী মুহাম্মদ শফি ইকবালকে পুলিশ স্টাফ কলেজ, ঢাকায়; মো. নজমুল হোসেনকে এসবিতে; ড. মো. আল-মামুনুল আনছারীকে শিল্পাঞ্চল পুলিশে; মোহাম্মদ আবদুল মাবুদকে পুলিশ টেলিকমে; মোহাম্মদ জাহিদুল হাসানকে রেঞ্জ ডিআইজির কার্যালয়, ঢাকায়; মো. আলমগীর হোসেনকে নৌ পুলিশে; শাহ মমতাজুল ইসলামকে পিবিআইতে; শেখ জয়নুদ্দীনকে পিবিআইতে; মো. জসিম উদ্দীনকে পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনায়; মো. আবু ইউসুফকে পুলিশ ট্রেনিং সেন্টার, রংপুরে; আ ফ ম আল কিবরিয়াকে পুলিশ ট্রেনিং সেন্টার, টাঙ্গাইলে; মোহাম্মদ আশরাফ ইমামকে পুলিশ ট্রেনিং সেন্টার, নোয়াখালীতে; মো. আবদুস ছালামকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত; মো. মাহফুজুর রহমানকে এসবিতে; সোমা হাপাংকে পুলিশ ট্রেনিং সেন্টার খুলনায়; শাহরিয়ার আল মামুনকে এপিবিএনে; মোহাম্মদ সোহেল রানাকে নৌ পুলিশে এবং মো. তানভীর সালেহীন ইমনকে বিপিএ, সারদা, রাজশাহীতে বদলি করা হয়েছে।

সর্বশেষ খবর