সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

সেই আরাফাতের বাড়িতে কেউ নেই

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সাভারের আশুলিয়া থানার সামনে ভ্যান গাড়িতে লাশের স্তূপ করে রাখা পুলিশ পরিদর্শক আরাফাত হোসেন আরজুর গ্রামের বাড়িতে কেউ নেই। ইট, টিন ও কাঠের তৈরি ঘর তালাবদ্ধ অবস্থায় রয়েছে। হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের পূর্ব কান্দি গ্রামে পরিদর্শক আরাফাত হোসেন আরজুর বাড়ি। ওই গ্রামের বাসিন্দা ও বদরটুনি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আরিফ হোসেনের বড় ছেলে আরাফাত। আরিফ হোসেন হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। গতকাল বেলা ১১টার দিকে পরিদর্শক আরাফাতের গ্রামের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। গ্রামে তাকে আরজু নামে চেনে। বাড়ির পাশের দোকানি কবির হোসেন বলেন, এক বছর আগে গ্রামে এসেছিল। এর পর আর তাকে কখনো দেখেননি। টিভিতে তার একটি ভিডিও দেখেছেন। বিষয়টি খুবই মর্মান্তিক বলে এ দোকানি আর কোনো মন্তব্য করতে চাননি। গ্রামের বাসিন্দা নাসির বলেন, মুখে মুখে শুনেছি লাশ ভ্যান গাড়িতে উঠিয়ে পুড়িয়ে ফেলেছে। কিন্তু তিনি ভিডিও দেখেননি। গ্রামের আরও কয়েকজনের সঙ্গে কথা বলতে চাইলেও তারা মুখ খুলতে সাহস পাননি। তাদের কথা কি বলব, এ নিয়ে পরে আবার সমস্যা হবে। গ্রামের প্রবীণ বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, গ্রামে তেমন একটা আসে না। ৮-১০ বছর আগে পুলিশের এসআই পদে চাকরি হয়েছে বলে শুনেছি। এখন কোথায় আছে তা জানি না। তবে হুনছি ছাত্রগো মাইররা হালাইছে। তয় মুই বেশি কিছু জানি না। রাস্তা থেকে বাড়ির উঠান পর্যন্ত পাকা করা। বাড়ির মধ্যে চারটি ঘর। এর মধ্যে দুটি ঘর তালাবদ্ধ। এর মধ্যে নিচতলা ইটের প্রাচীর দেওয়া এবং কাঠ টিন দিয়ে দোতলা ঘরটি পরিদর্শক আরাফাত হোসেন আরজুর।

সর্বশেষ খবর