সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

পালাতে গিয়ে গ্রেপ্তার ভারতের সুন্দরবনে

কলকাতা প্রতিনিধি

গত ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর আওয়ামী লীগের নেতা-কর্মীরা অনেকেই এখন আত্মগোপনে চলে গেছেন। অনেকে গোপনে দেশ ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বিদেশে পাড়ি দিচ্ছেন। সম্প্রতি দেশ ছেড়ে পালাতে গিয়ে সাবেক ছাত্রলীগ নেতা ইসহাক আলী খান পান্না প্রাণ হারান। পরে মেঘালয় রাজ্যের পূর্ব জৈন্তিয়া পাহাড়ের ডোনা ভাই গ্রামের এক সুপারি বাগানে পাওয়া যায় পান্নার লাশ।

এমন এক পরিস্থিতিতে গোপনে ভারতে পালাতে গিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ১৫ জন বাংলাদেশি নাগরিক। জানা গেছে, বাংলাদেশ থেকে পালিয়ে শিশুসহ মোট ১৫ জন বাংলাদেশি পশ্চিমবঙ্গের সুন্দরবনে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। রাজ্যটির বন দপ্তরের টহলদারির সময় তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় সুন্দরবন কোস্টাল থানায়। শুক্রবার বিকালে থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেপ্তার করা হয়। থানা সূত্র জানায়, প্রথমে ১১ জন ধরা পড়েন। পরে তল্লাশি চালিয়ে শনিবার রাতে অপর চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের রবিবার দক্ষিণ কলকাতার আলিপুর আদালতে তোলা হয়েছে। পুলিশ আদলতকে জানিয়েছে, বৈধ ভারতীয় পরিচয়পত্র বা ভারতে প্রবেশের বৈধ কাগজপত্র না থাকার কারণেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, গ্রেপ্তারকৃত ১৫ জনের বাড়িই বাংলাদেশের খুলনা জেলার কয়রা থানা এলাকায়। বাংলাদেশে অস্থির পরিস্থিতিতে তাদের ওপর লাগাতার অত্যাচার চলছে। আর তাই প্রাণ বাঁচাতে শিশুদের সঙ্গে নিয়ে দালালদের সহযোগিতায় বৃহস্পতিবার রাতের অন্ধকারে বাংলাদেশি জলসীমা অতিক্রম করে ভারতীয় ভূখে  ঢুকে পড়েন তারা। শুক্রবার ভোরে তাদের জঙ্গলে নামিয়ে দিয়ে পালিয়ে যায় দালালরা। কিন্তু এপারের কেউই তাদের উদ্ধার করে মূল ভূখে  পৌঁছে দেয়নি। সুব্রত ম ল নামে অনুপ্রবেশকারী বলেন, ‘দালালকে ৪৫ হাজার টাকা দিয়ে আমরা বাংলাদেশ থেকে এপারে ঢুকেছি। এ দেশেরও একজন দালাল আমাদের কলকাতার কেষ্টপুরে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সে না আসায় আমরা জঙ্গলের পাড়েই বসেছিলাম। তখন বন দপ্তরের লোকেরা আমাদের ধরে থানায় নিয়ে আসে’। বাংলাদেশে তাদের ওপর অত্যাচারের কথা জানিয়ে সুব্রত জানান, ‘আমরা সব আওয়ামী লীগ করি’। কল্পনা বিশ্বাস জানান, তিনি তার মাকে সঙ্গে করে নিয়ে পশ্চিমবঙ্গে ঢুকেছেন। তিনি আরও জানান, আমাদের নিজেদের জায়গা জমি নেই। পরের জায়গায় বাস করছিলাম। আমাদের ওপর অত্যাচার করা হচ্ছে। যদিও কল্পনা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় বলেও জানান।

সর্বশেষ খবর