বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

পুলিশে আবারও বড় রদবদল

ডিআইজি পদমর্যাদার ১০১ কর্মকর্তাকে পদায়ন

নিজস্ব প্রতিবেদক

পুলিশের ঊর্ধ্বতন ১০১ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে বদলি ও পদায়ন সংক্রান্ত এ রদবদলের তথ্য জানানো হয়।

সাত মহানগর পুলিশে নতুন কমিশনার : ডিআইজি

পদমর্যাদার সাত কর্মকর্তাকে সাত মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে হাসিব আজিজকে চট্টগ্রাম, মো. রেজাউল করিমকে সিলেট, খোন্দকার রফিকুল ইসলামকে গাজীপুর, মোহাম্মদ আবু সুফিয়ানকে রাজশাহী, মো. জুলফিকার আলী হায়দারকে খুলনা, মো. মজিদ আলীকে রংপুর ও আমিনুল ইসলামকে বরিশাল মহানগর পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

সাত বিভাগে নতুন রেঞ্জ ডিআইজি : ডিআইজি পদমর্যাদার সাত কর্মকর্তাকে সাত বিভাগের নতুন রেঞ্জ ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে এ কে এম আওলাদ হোসেনকে ঢাকা, আহসান হাবিব পলাশকে চট্টগ্রাম, আলমগীর হোসেনকে রাজশাহী, মো. আশরাফুর রহমানকে ময়মনসিংহ, মো. মুশফেকুর রহমানকে সিলেট, মো. মঞ্জুর মোর্শেদ আলমকে বরিশাল ও মো. রেজাউল হককে খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

৩৭ ডিআইজিকে পদায়ন : ডিআইজি পদমর্যাদার ৩৭ কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটে পদায়ন করা হয়েছে। তাঁরা হলেন মো. মতিউর রহমান শেখকে সিআইডিতে, সরদার তমিজ উদ্দিন আহমেদকে এটিইউতে, মো. গোলাম রসুলকে পুলিশ স্টাফ কলেজ, ঢাকায়, গাজী জসিম উদ্দিনকে সিআইডিতে, মো. মোস্তফা কামালকে এপিবিএনে, মো. মোস্তফা কামালকে পিবিআইতে, মো. মাহবুবুর রহমানকে সিআইডিতে, কাজী মো. ফজলুল করিমকে শিল্পাঞ্চল পুলিশে, মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বরকে সিআইডিতে, মো. জমশের আলীকে সিআইডিতে, ড. মো. আক্কাস উদ্দিন ভূঁইয়াকে এটিইউতে, মোহাম্মদ মুসলিমকে এটিইউতে, তানভীর হায়দার চৌধুরীকে এটিইউতে, মো. রেজাউল করিমকে হাইওয়ে পুলিশে, মো. শফিকুল ইসলামকে সিআইডিতে, মো. সায়েদুর রহমানকে পিবিআইতে, মো. ছিবগাত উল্লাহকে শিল্পাঞ্চল পুলিশে, মো. নজরুল ইসলামকে এপিবিএনে, মো. আবদুল মালেককে রেলওয়ে পুলিশে, বি এম হারুন অর রশীদকে রেলওয়ে পুলিশে, এস এম ফজলুর রহমানকে সিআইডিতে, হারুন উর রশিদ হাযারীকে সিআইডিতে, মোহাম্মদ শাহজাহানকে পিবিআইতে, মো. আবুল খায়েরকে এপিবিএনে, মো. সাজ্জাদুর রহমানকে সিআইডিতে, প্রলয় চিসিমকে এপিবিএনে, সিদ্দিকী তাঞ্জিলুর রহমানকে ম্যাস র‌্যাপিড ট্রানজিট, মেট্রোরেলে, আবু হেনা খন্দকার অহিদুল করিমকে সিআইডিতে, মো. শফিকুল ইসলাম, হাবিবুর রহমান খান ও মো. আবুল কালাম আজাদকে হাইওয়ে পুলিশে; মো. সুজায়েত ইসলামকে পিবিআইতে, মোহাম্মদ আশফাকুল আলমকে পিটিসি, টাঙ্গাইলে, আবদুল কুদ্দুছ চৌধুরীকে পিটিসি, খুলনায়, মো. আবুল বাশার তালুকদারকে এপিবিএনে; মো. জিললুর রহমানকে র‌্যাবে এবং মো. রফিকুল হাসান গনিকে পুলিশ টেলিকমে পদায়ন করা হয়েছে।

ডিআইজি হলেন ছয় কর্মকর্তা : পুলিশের একজন অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) ও পাঁচজন পুলিশ সুপারকে (এসপি) উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তাঁরা হলেন মো. আলমগীর আলম, মো. দেলোয়ার হোসেন মিঞা, মো. আলী হোসেন ফকির, ব্যারিস্টার মো. জিল্লুর রহমান, ড. মো. নাজমুল করিম খান ও মীর আশরাফ আলী।

২৬ জেলায় নতুন এসপি : ২৬ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাকে দেশের ২৬ জেলায় নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা হলেন মোহাম্মদ জাবেদুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়া, রিয়াজ উদ্দিন আহম্মেদকে কুড়িগ্রাম, মো. কুতুব উদ্দিনকে নওগাঁ, নাজমুল হাসানকে দিনাজপুর, আ ফ ম আনোয়ার হোসেন খানকে সুনামগঞ্জ, মো. হাবিবুর রহমানকে ফেনী, মো. জেদান আল মুসাকে বগুড়া, মো. রেজাউল করিমকে চাঁপাইনবাবগঞ্জ, এম কে এইচ জাহাঙ্গীর হোসেনকে মৌলভীবাজার, মো. আবদুল জলিলকে ফরিদপুর, মুহম্মদ আবদুল ওয়াহাবকে জয়পুরহাট, মোহাম্মদ শরীফুল হককে ভোলা, মো. আরেফিন জুয়েলকে খাগড়াছড়ি, মো. ইব্রাহিম খলিলকে বরগুনা, মুহাম্মদ রহমত উল্লাহকে কক্সবাজার, মোছা. শামিমা পারভীনকে রাজবাড়ী, খাঁন মুহাম্মদ আবু নাসেরকে পিরোজপুর, মোহাম্মদ মনিরুল ইসলামকে সাতক্ষীরা, টি এম মোশাররফ হোসেনকে খুলনা, মো. মিজানুর রহমানকে কুষ্টিয়া, কাজী এহসানুল কবীরকে নড়াইল, মো. আমিনুল ইসলামকে শেরপুর, মো. সাইফুজ্জামানকে মাদারীপুর, খন্দকার গোলাম মওলাকে চুড়াডাঙ্গা, উজ্জ্বল কুমার রায়কে ঝালকাঠি এবং মো. তরিকুল ইসলামকে লালমনিরহাট জেলার এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে ২৭ আগস্ট আরও ২৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) দেওয়া হয়েছিল।

১৮ এসপিকে বদলি : ১৮ পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাঁরা হলেন মোহাম্মদ মোর্শেদ আলমকে পুলিশ টেলিকম, মোহাম্মদ শাখাওয়াত হোসেন ও মোহাম্মদ মনিরুল ইসলামকে সিআইডি, মোহাম্মদ সাঈদুর রহমানকে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়, মুহাম্মদ আলমগীর হোসেনকে রেঞ্জ ডিআইজি কার্যালয়, রংপুর, মো. ছাইদুল হাসানকে ট্যুরিস্ট পুলিশ, জাকির হাসানকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়, মুহাম্মদ শরীফুল ইসলামকে রেঞ্জ ডিআইজি কার্যালয়, সিলেট, শাহ ইফতেখার আহমেদকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়, মো. রাফিউল আলমকে এটিইউ, মোহাম্মদ সাইফুল ইসলামকে সিআইডি, মো. মাহফুজুল ইসলামকে এপিবিএন, মোহাম্মদ শফিউর রহমানকে পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনা, মুক্তা ধরকে নৌপুলিশ, এম এন মোর্শেদকে পিবিআই, মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে পুলিশ টেলিকম, আর এম ফয়জুর রহমানকে পিবিআই ও জি এম আবুল কালাম আজাদকে এপিবিএনে বদলি করা হয়েছে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর