বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

বছরে ১ বিলিয়ন ডলারের গ্যাস চুরি!

নিজস্ব প্রতিবেদক

সিস্টেম লসের নামে বছরে ১ বিলিয়ন ডলারের গ্যাস চুরি হয়ে যাচ্ছে। সিস্টেম লস (বর্তমান লস ৯ দশমিক ৮২) যদি অর্ধেক কমানো যায় তাহলে বছরে ৫০০ মিলিয়ন ডলার সাশ্রয় করা সম্ভব। আমদানি সাশ্রয় করার সুযোগ আছে। গতকাল ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) কনফারেন্স সেন্টারে এক সেমিনারে জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন এ মন্তব্য করেন। আইবিএফবি ও এনার্জি অ্যান্ড পাওয়ারের যৌথ উদ্যোগে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি খাত সংস্কারের চ্যালেঞ্জ শীর্ষক এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. ইজাজ হোসেন। আইবিএফবি সভাপতি হুমায়ুন রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনার্জি অ্যান্ড পাওয়ার পত্রিকার সম্পাদক মোল্লাহ এম আমজাদ হোসেন। ড. ইজাজ বলেন, এলএনজি আমদানি সমর্থন করলেও তা সীমিত রাখতে হবে। দেশীয় গ্যাস উৎপাদন ও অনুসন্ধান কার্যক্রম জোরদার করার বিকল্প নেই।  দেশীয় কয়লার বিষয়ে সিদ্ধান্ত আসা দরকার। শিল্পে গ্যাসের পাশাপাশি অন্যান্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। জ্বালানি বিশেষজ্ঞ ড. ম. তামিম বলেন, ক্যাপাসিটি পেমেন্ট নিয়ে কথা হয়, এখানে অব্যবহৃত ক্যাপাসিটির পেমেন্ট কত, সেটা দেখা উচিত। সেখানে যদি কারচুপি হয়ে থাকে তার ব্যবস্থাও নেওয়া উচিত। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইবিএফবি সহসভাপতি এম এস সিদ্দিকী, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল প্রমুখ।

সর্বশেষ খবর