শিরোনাম
বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

কর কাঠামো সহজ করার আহ্বান ঢাকা চেম্বারের

নিজস্ব প্রতিবেদক

ঢাকা চেম্বার সভাপতি আশরাফ আহমেদ বলেছেন, দেশের জটিল রাজস্ব কাঠামোর জন্য আমাদের কুটির, ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাবৃন্দ ব্যবসা পরিচালনায় নানাবিধ সমস্যার মুখোমুখি হচ্ছেন। তাই এ খাতের উদ্যোক্তাদের বিকাশে সহায়ক এবং সহজ রাজস্ব কাঠামো প্রণয়ন করা দরকার। বিদ্যমান কর হার না বাড়িয়ে, করের আওতা বাড়ানোর দাবি জানান তিনি। গতকাল রাজস্ব ভবনে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সঙ্গে সাক্ষাৎ করে এসব কথা বলেন। ডিসিসিআই সভাপতি বলেন, বর্তমান আইনে ব্যবসায়িক ক্ষতিকে অন্যান্য ব্যবসায়িক উৎসের আয়ের সঙ্গে সমন্বয় করতে না পারলে ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত করের বোঝা আরোপিত হচ্ছে, এ লক্ষ্যে আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ধারা ৩৭-এর অনুরূপ বিধান পুনর্বহালের প্রস্তাব করেন। তিনি আয়কর ব্যবস্থাকে অটোমেশনের আওতায় নিয়ে আসার প্রস্তাব করেন। উৎসে করকে পরবর্তী কর বছরে আয়করের সঙ্গে ক্যারি-ফরওয়ার্ড করার সুযোগ প্রদানের বিধান রাখার আহ্বান জানান আশরাফ আহমেদ। তিনি বলেন, পণ্যের বিবরণ সঠিক থাকলেও এইচএস কোডে ভুল থাকার কারণে ৪০০% পর্যন্ত জরিমানার বিধান রয়েছে, যার ফলে ব্যবসায়ীদের অনেক সময় হয়রানির সম্মুখীন হতে হয়। এনবিআর-এর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, আমাদের মোট জনগোষ্ঠীর মাত্র ৫% লোক রাজস্ব প্রদান করে, যেখানে ভারতে এ হার ২৩% এবং বিদ্যমান বাস্তবতায় রাজস্ব আহরণের হার বাড়াতে নিজেদের করজাল সম্প্রসারণের কোনো বিকল্প নেই। এ সময় ঢাকা চেম্বারের ঊর্ধ্বতন সহসভাপতি মালিক তালহা ইসমাইল বারী, সহসভাপতি মো. জুনায়েদ ইবনে আলী, এনবিআর-এর সদস্য (শুল্ক) মো. মাসুদ সাদেক, সদস্য (করনীতি) এ কে এম বদিউল আলম, সদস্য (ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন) জি এম আবুল কালাম কায়কোবাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর