শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

বগুড়া স্টেডিয়ামের নতুন ফলক সরানো হলো

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া স্টেডিয়ামের নতুন ফলক সরানো হলো

বগুড়ায় বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন ফুটবল স্টেডিয়ামে নতুন যে নামফলক লাগানো ছিল তা সরিয়ে নেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এটা করা হয়েছে। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর কে বা কারা আরাফাত রহমান কোকোর নামে ফুটবল স্টেডিয়াম নামকরণ করে ফলক লাগিয়ে দেয়। ঘটনাটি জানার পর ব্যবস্থা নেন তিনি। ফলত বৃহস্পতিবার বিকালে বগুড়া জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা ও সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার নেতৃত্বে বিএনপি নেতা-কর্মীরা স্টেডিয়ামের নতুন ফলকটি অপসারণ করেন।

আলী আজগর তালুকদার হেনা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘হাসিনা সরকারের পতনের পর খান্দারে ফুটবল স্টেডিয়ামের গেটে কে বা কারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর নামে প্যানাফ্লেক্স ফলক টানিয়ে রাখে।’ সাবেক মেয়র রেজাউল করিম বাদশার নেতৃত্বে ওটা অপসারণের সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মাফতুন আহমেদ খান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক সরকার মুকুল, সহশ্রমবিষয়ক সম্পাদক মোহাম্মাদ আলী প্রমুখ।

সর্বশেষ খবর