শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

কুমিল্লা প্রতিনিধি

বন্যার্তদের খোঁজখবর নিয়ে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার নানকরায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ফেনী সদরের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের মামুন (৫০), তার শাশুড়ি মাজেদা বেগম (৭০), ছেলে সাইমান (পাঁচ মাস) ও মাইক্রোবাসচালক ফেনী সদরের মাস্টারপাড়ার আলাউদ্দিন হাজারী (২৭)। নিহত মামুনের ভাই হানিফ বলেন, ‘মামুন ঢাকার একটি হাসপাতালে চাকরি করেন। বন্যাকবলিত নিজ বাড়ির লোকজনদের খোঁজখবর নিতে দুই দিন আগে ফেনী আসেন। সকালে পরিবার নিয়ে মাইক্রোবাসযোগেঢাকার উদ্দেশে রওনা হন। কিছুক্ষণ পর খবর পাই তাদের মাইক্রোবাস  চৌদ্দগ্রামে দুর্ঘটনার শিকার হয়েছে।’ প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জাপ্রণ, মহাসড়কের নানকরায় ঢাকামুখী লেনে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৩-৩৬৬২) সামনে একটি ট্রাক দাঁড়ানো থাকায় গতি কমিয়ে দেয়। এ সময় স্টারলাইন পরিবহনের দ্রুতগতির যাত্রীবাহী বাস এসে মাইক্রোবাসটির পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি মহাসড়ক থেকে নিচে ছিটকে পড়ে চালক, শিশুসহ চারজন ঘটনাস্থলে নিহত এবং মামুনের স্ত্রীসহ আরও কয়েকজন আহত হন। মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা সবাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর