শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

সাবেক রেলমন্ত্রীসহ ৪৩৩ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লা প্রতিনিধি

ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে আহতের ঘটনায় কুমিল্লায় সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব ও সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় সাবেক রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার, সাবেক মেয়র তাহসীন বাহার সূচনাসহ ১৩৩ জন এবং অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক শিবেন বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। অন্য উল্লেখযোগ্য আসামিরা হলেন- ব্যবসায়ী নেতা আতিক উল্লাহ খোকন, বুড়িচংয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন স্বপন, ব্রাহ্মণপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মেহরাব হোসেন অপি, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ নিয়াজ পাবেল প্রমুখ। মামলায় অভিযোগ করা হয়, তিন শতাধিক আসামি আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য নিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা চালায় এবং বৃষ্টির মতো ককটেল ও গুলি ছোড়ে। এ সময় দুই আসামি তাদের লাইসেন্স করা পিস্তল ও শটগান নিয়ে নিরীহ শিক্ষার্থীদের ওপর গুলি করে। বাদীর মাথায় গুলি লাগলে তিনি রাস্তায় লুুটিয়ে পড়েন। এ সময় অন্য আসামিরা তাকে বুকে ও মাথায় কয়েকটি আঘাত করেন।

সর্বশেষ খবর