মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা
পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ-ভারত সম্পর্ক খারাপ করে সীমান্ত হত্যা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের এই মুহূর্তে প্রত্যাবাসন সম্ভব নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি এও বলেন, সীমান্ত হত্যা বাংলাদেশ-ভারত সম্পর্ক খারাপ করে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি- অস্থিতিশীল অবস্থায় (মিয়ানমারের বর্তমান অবস্থা) রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়। আরাকান আর্মিও যদি শক্তভাবে গেড়ে বসতে পারে, তখন হয়তো একটা স্থিতিশীলতা আসবে; তখন হয়তো সম্ভব হতে পারে। কারণ স্থানীয়ভাবে তাদের গ্রহণ করার মতো অবস্থান তৈরি করতে হবে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন- আমার সঙ্গে যারাই কথাবার্তা বলতে আসেন, বলেছি- তাদের সমর্থনের প্রয়োজন হবে। যাতে আমরা এই মানুষগুলোকে ফেরত পাঠাতে পারি। তৃতীয় দেশে রোহিঙ্গাদের স্থানান্তর নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা একটা ছোট সংখ্যা। প্রতি বছর ২০ হাজার করে ১০ বছরে ২ লাখ নিয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র-এমন একটি আশা ছিল। এ ধরনের সম্ভাবনা এখনো রয়ে গেছে। এ ব্যাপারে আমরা চেষ্টা করতে পারি। তবে এটা অনেকটা ট্রায়াল পর্যায়ে আছে। মোট আড়াই হাজারের মতো গেছে।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সীমান্ত হত্যা বাংলাদেশ-ভারত সম্পর্ক খারাপ করে। যখন ভারতের সঙ্গে সম্পর্কের সোনালি অধ্যায় বলা হতো, তখনো সীমান্ত হত্যা হতো। তিনি বলেন- সীমান্ত হত্যা দ্বিপক্ষীয় সম্পর্ক ভালো করার অন্তরায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দ্বৈত নাগরিকত্ব বিষয়ে আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তার দ্বৈত নাগরিকত্বের গুঞ্জন বিষয়টি স্পর্শকাতর।

এ বিষয়ে বলতে চাই না। এটা যাচাইয়ের দায়িত্ব পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয়। সংশ্লিষ্ট দপ্তরগুলো চাইলে সহযোগিতা করা হবে।

সর্বশেষ খবর