বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা
অষ্টম কলাম

ওরসে দুই পক্ষে সংঘর্ষ, আহত ৩০

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের হজরত শাহপরান (রহ.)-এর মাজার এলাকায় অসামাজিকতাবিরোধী আলেম-জনতার সঙ্গে ওরসপন্থিদের সংঘর্ষ হয়েছে। সোমবার দিবাগত রাত ২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে সেনাবাহিনীর একটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, তিন দিন ধরে হজরত শাহপরাণ (রহ.) মাজারে বার্ষিক ওরস চলছিল। এর আগে সিলেটের আলেমসমাজ শাহপরান মাজার ও মসজিদ পরিচালনা কমিটির সঙ্গে বৈঠক করে ওরসের নামে অসামাজিকতা যাতে না হয় সে বিষয়ে সতর্ক করেন। ওরস চলাকালীন বিশৃঙ্খলা এড়াতে আলেম সমাজের প্রতিনিধি দল ওরসের প্রথম দিন থেকেই মাজার এলাকায় উপস্থিত থেকে নজরদারি করছিল। সোমবার রাতে তারা মাজার মসজিদের সিঁড়িতে বসে কোরআন তিলাওয়াত ও গজল পরিবেশন করছিলেন। এ সময় মাথায় লাল কাপড় বাধা কিছু লোক এসে তাদের ওপর হামলা চালায়। হামলার শিকার মাদরাসা ছাত্র-শিক্ষকরা প্রাণরক্ষায় মসজিদের ভিতরে আশ্রয় নেন। হামলার খবর পেয়ে বিভিন্ন এলাকা থেকে শতাধিক আলেম-জনতা লাঠিসোঁটা নিয়ে এসে মসজিদে আশ্রয় নেওয়া ছাত্র-শিক্ষককে উদ্ধার এবং ওরসপন্থিদের ওপর চড়াও হন। ওরসে আসা লোকজনের তাঁবুগুলো ভেঙে দেন তারা। এ সময় দুই পক্ষে সংঘর্ষ বাধলে অন্তত ৩০ জন আহত হন। ভোররাত সাড়ে ৪টার দিকে সেনাবাহিনীর একটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

শাহপরাণ থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনিল ভট্টাচার্য্য জানান, সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি।

সর্বশেষ খবর