জোনায়েদ সাকির নেতৃত্বাধীন রাজনৈতিক দল গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে দলটির নিবন্ধনের বিষয়ে কারও কোনো আপত্তি থাকলে তা জানানোর জন্য আহ্বান জানিয়েছে সংস্থাটি। ১৫ সেপ্টেম্বরের মধ্যে ইসি সচিবের কাছে আপত্তি জানাতে বলা হয়েছে। গতকাল সংস্থাটির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হকের গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে। এতে বলা হয়েছে, ‘রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা, ২০০৮-এর বিধি ৭(২)-এর অধীন বিজ্ঞপ্তি। এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে, “গণসংহতি আন্দোলন”কে, ঠিকানা : ৩০৬-৩০৭ রোজ ভিউ প্লাজা, ১৮৫ বীরউত্তম সি আর দত্ত রোড, হাতিরপুল, ঢাকা। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর আওতায় রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল নির্বাচন কমিশনের নিকট একটি দরখাস্ত পেশ করেছেন। এ দলের প্রতীক “মাথাল”। এতে আরও বলা হয়, ‘এই রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে কারও কোনো আপত্তি থাকলে প্রয়োজনীয় দলিলাদিসহ এর কারণ উল্লেখ করে ১৫ সেপ্টেম্বরের মধ্যে লিখিতভাবে জানাতে অনুরোধ করা হলো।’ বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪৭। ইসির নিবন্ধন ছাড়া কোনো দল নিজের প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারে না। উল্লেখ্য, গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে নির্বাচন কমিশনের করা আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে দলটির নিবন্ধন পেতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। গতকাল সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন তিনি। এ সময় দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি উপস্থিত ছিলেন।