বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

থানায় ছাত্রদের হট্টগোল, ওসি অসুস্থ

চাঁদপুর প্রতিনিধি

ছাত্রদের অশোভন আচরণের কারণে চাঁদপুর সদর মডেল থানার ওসি অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি সদর হাসপাতালের স্পেশাল কেয়ার ইউনিটে রয়েছেন।

মঙ্গলবার একদল উচ্ছৃঙ্খল ছাত্রের অযাচিত আচরণের কারণে চাঁদপুর মডেল থানায় অনেকটা অচলাবস্থা সৃষ্টি হয়। ভারপ্রাপ্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, ‘একটা সমস্যা হয়েছে, তা কাটিয়ে উঠছি। সব ঠিকঠাক হয়ে যাবে।’ খোঁজ নিয়ে জানা যায়, ছাত্রদের অশোভন আচরণের কারণে মডেল থানার ওসি আলমগীর হোসেন রনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শহরের কোড়ালিয়া রোডে গত সোমবার আওয়ামী লীগের এক নেত্রী ও তাঁর মেয়ে স্থানীয়দের দ্বারা হেনস্তার শিকার হন। খবর পেয়ে ওই নেত্রীর মেয়ের সহপাঠীরা ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় পুলিশের সামনেই হেনস্তাকারীরা ওই ছাত্রদের ওপর চড়াও হয়ে হামলা করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই নেত্রীর পক্ষের একদল ছাত্র চাঁদপুর মডেল থানায় আসে। ওসি আলমগীর হোসেন রনির সঙ্গে প্রায় তিন ঘণ্টা তাদের আলোচনা হয়। পরে পুলিশ অভিযানে বেরোলে তারা পালিয়ে যায়। এদিকে ওই আওয়ামী লীগ নেত্রীর পক্ষের ছাত্ররা মঙ্গলবার থানায় এসে হট্টগোল করেন। এ সময় ওসি আলমগীর হোসেন অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আরএমও ডা. আসিবুল আহসান বলেন, ‘ওসি আলমগীর হোসেন রনি বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে এসেছেন। পরীক্ষা করে দেখেছি বড় ধরনের সমস্যা নেই। তবে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস কিছুটা বেশি আছে। তিনি হাসপাতালের স্পেশাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর