শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

ভারতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ছাত্র নিহত

কলকাতা প্রতিনিধি

ভারতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক বাংলাদেশি ছাত্র। দক্ষিণ ভারতের অন্ধ্র প্রদেশের শ্রীকাকুলাম জেলার মানদাসা মণ্ডল এলাকায় বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন মোহাম্মদ মোস্তাক টনি (২৩)। নিয়ন্ত্রণ হারিয়ে কোরাইগেট এলাকায় ডিভাইডারে ধাক্কা মারে তার বাইক। এরপর রাস্তায় ছিটকে পড়েন টনি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।

খবরে বলা হয়, টনির বাইকের পেছনের সিটে বসেছিলেন তানভীর রহমান নামে আরেক বাংলাদেশি ছাত্র। তাকেও সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মানদাসা পুলিশ থানার সাব ইন্সপেক্টর খাদের ভাশা জানিয়েছেন, টনির বাইকের গতিবেগ বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে থাকা একটি লোহার খাম্বায় ধাক্কা মারে। ওই দুর্ঘটনায় তার পেটে গুরুতর আঘাত লাগে। তাকে প্রথমে অন্ধ্র প্রদেশের হরিপুরম কমিউনিটি হেল্প সেন্টারে (সিএইচসি) নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর টেক্কালী হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মারা যান তিনি।

সর্বশেষ খবর