শিরোনাম
বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা
ভিসি প্রো-ভিসি নিয়োগ দাবি

চবি হঠাৎ শাটডাউন

চবি প্রতিনিধি

চবি হঠাৎ শাটডাউন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল উপাচার্য নিয়োগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা -বাংলাদেশ প্রতিদিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালনের পরে শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে বলে নিশ্চিত করেন বৈষম্যবিরোধী আন্দোলনের চবির সমন্বয়ক রেজাউর রহমান। গতকাল সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে মূল ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এরপর দুপুরের পর থেকে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে তালা দিতে দেখা যায় শিক্ষার্থীদের। এ বিষয়ে সমন্বয়ক রেজাউর রহমান বলেন, ভিসি, প্রো-ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। আগামীকাল থেকে ভিসি নিয়োগের প্রজ্ঞাপন না হওয়া অবধি আমরা কোনো অনলাইন ক্লাসও করব না। ভিসি এসে সবকিছু স্বাভাবিক করবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর