শিরোনাম
বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

করতোয়ায় ভিনদেশি পাখি ফ্লেমিঙ্গো

পঞ্চগড় প্রতিনিধি

করতোয়ায় ভিনদেশি পাখি ফ্লেমিঙ্গো

মাছ ধরতে গিয়ে করতোয়া নদীর ময়নামতী চরে ভিনদেশি পাখি ফ্লেমিঙ্গো দেখতে পান পঞ্চগড়ের দেবীগঞ্জের জেলে ধলা মিয়া। সুন্দর এ পাখিটি দেখে তার বক মনে হয়। পরে পাখিটি ধরে ফেলেন। বাড়ি নিয়ে এসে জানতে পারেন এটি আসলে বক নয়, অন্য পাখি। তিনি পাখিটি সযত্নে পুষতে থাকেন। আট দিন ধরে নিজ বাড়িতে পুষতে থাকা বিদেশি ফ্লেমিঙ্গোটি গতকাল সকালে অবমুক্ত করেন ধলা মিয়া।

ধলা মিয়া বলেন, ‘গত ৮ তারিখ ভোরবেলা নদীতে মাছ ধরার সময় পাখিটি দেখতে পাই। পাখিটি ধরতে খুব বেশি কষ্ট হয়নি। পাখিটি সম্ভবত অসুস্থ ছিল। এ কদিন পাখিটি নিয়মিত মাছসহ অন্যান্য খাবার খাইয়ে সুস্থ করি। তবে আমি জানতাম না যে এটা বিদেশি পাখি, পাখিটি সুস্থ হলে ছেড়ে দিয়েছি।’ তিনি জানান, পাখিটির পালক উজ্জ্বল গোলাপি রঙের। পা দুটি লম্বা। গোলাপি রঙের ঠোঁটও লম্বা। পাখিটির ঘাড় ইংরেজি ‘এস’ অক্ষরের মতো। উচ্চতা ৩০ ইঞ্চির মতো। ওজন প্রায় পৌনে ২ কেজি।

পাখিটি নিয়ে স্থানীয় এক সাংবাদিক তাঁর ফেসবুক পেজে ভিডিও প্রকাশ করলে এ খবর ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পাখি দেখতে ভিড় করে ধলা মিয়ার বাড়ি। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার শরিফ আহমেদ বলেন, ‘ফ্লেমিঙ্গো পাখি উদ্ধারের খবর শুনে ছুটে আসি দেবীগঞ্জে। এক জেলে চাচা পাখিটি উদ্ধার করেন এবং কয়েক দিন বাড়িতে রাখেন। পাখিটি মূলত আফ্রিকা মহাদেশের। ভারতের ওড়িশায় এটির প্রজনন ক্ষেত্র। ধারণা করছি, যাত্রাকালে বিরতির সময় ময়নামতির চরে দল থেকে বাদ পড়ে যায় পাখিটি।’

দেবীগঞ্জ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল কাদের বলেন, ‘ফ্লেমিঙ্গো পাখি উদ্ধারের খবর পেয়ে আমাদের একটি টিম সেই জেলের বাড়িতে যায়। তবে উদ্ধারকারী জেলে তার আগেই পাখিটি ছেড়ে দেন।’

সর্বশেষ খবর