শিরোনাম
বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

আয়নাঘর পরিদর্শনের ক্ষমতা পেল গুমের তদন্ত কমিশন

নিজস্ব প্রতিবেদক

ছাত্র-জনতার অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী রাজনৈতিক নেতা-কর্মী ও ভিন্ন মতের মানুষদের গুম করে রাখার ‘আয়নাঘর’ পরিদর্শন করবে গুম-খুনের ঘটনা তদন্তে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশন। ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তির সন্ধানে সম্প্রতি এ কমিশন গঠন করা হয়।

এই কমিশনকে আয়নাঘরসহ যেসব স্থানে গুমের শিকার ব্যক্তিদের আটকে রাখা হয়েছিল সেসব স্থানসহ

দেশের যেকোনো স্থান পরিদর্শনসহ যেকোনো ব্যক্তিকে তলব ও জিজ্ঞাসাবাদেরও ক্ষমতা দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রবিবার এ সংক্রান্ত ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিশনকে ৯০ দিনের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। একইসঙ্গে বাতিল করা হয়েছে ২৭ আগস্টে দেওয়া পূর্বের প্রজ্ঞাপন। তবে কমিশনের সব সদস্য অপরিবর্তিত রয়েছেন।

 

 

 

 

সর্বশেষ খবর