বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

ফ্লাইটে বাংলাদেশি যাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ঢাকা থেকে হংকংগামী একটি ফ্লাইটে নাজমুল ইসলাম (৪৭) নামে বাংলাদেশি এক যাত্রীর মৃত্যু হয়েছে। ফ্লাইটে হঠাৎ তিনি অজ্ঞান হয়ে ঢলে পড়েন। পরে চিকিৎসকরা বিমানের ভিতরেই তাকে মৃত ঘোষণা করেন। ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে। হযরত শাহজালাল আন্তর্জাতিক  বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ফ্লাইটটি ঢাকা থেকে মঙ্গলবার দিবাগত রাত ২টায় রওনা হয়ে বুধবার ৭টা বেজে ৪৯ মিনিটে হংকং পৌঁছায় বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন। জানা যায়, নাজমুল ইসলাম হংকং হয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করছিলেন। ফ্লাইটে তার সঙ্গে পরিচিত কেউ ছিল না। ক্যাথে প্যাসিফিক কর্তৃপক্ষ ইতোমধ্যে নিহতের পরিবারকে বিষয়টি জানিয়েছে। এ বিষয়ে হংকংয়ে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন সহায়তা দিচ্ছে। সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবার রাতে ঢাকা থেকে হংকংয়ের উদ্দেশে রওনা হওয়া সিএক্স৬৬২ ফ্লাইটে এক ব্যক্তি অচেতন হয়ে পড়েন। বিমানটি স্থানীয় সময় ৭টা ৪৯ মিনিটে হংকংয়ে পৌঁছার কিছু সময় পর স্থানীয় পুলিশকে এ বিষয়ে অবহিত করা হয়। খবরে পুলিশের বরাতে বলা হয়, চিকিৎসকরা উড়োজাহাজের ভিতরেই ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। ক্যাথে প্যাসিফিক জানিয়েছে, হংকং বিমানবন্দরে অবতরণের আগে প্রি-ল্যান্ডিং চেকের অংশ হিসেবে যাত্রীদের খোঁজ নেওয়ার সময় যাত্রীকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এরপর সংশ্লিষ্ট চিকিৎসকদের খবর দেওয়া হয়। বিমানবন্দরে উড়োজাহাজটি অবতরণের সঙ্গে সঙ্গে চিকিৎসাকর্মীরা সেখানে উপস্থিত হন। ‘দুর্ভাগ্যজনকভাবে, ওই যাত্রী ততক্ষণে প্রাণ হারান।’

সর্বশেষ খবর