শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা
বিক্রম মিশ্রী

কোয়াড সম্মেলনে বাংলাদেশ নিয়ে হতে পারে আলোচনা

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের ডেলাওয়ারে ২১ সেপ্টেম্বর অনুষ্ঠেয় কোয়াড লিডার্স সামিটে আলোচনা হতে পারে। শুধু তাই নয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠকেও এ নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী। নরেন্দ্র মোদির আসন্ন যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে গতকাল এ কথা জানান তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম সম্মেলন ও চতুর্থ কোয়াড লিডার্স সামিটে যোগ দিতে নরেন্দ্র মোদি ২১ থেকে ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন।

 এর মধ্যে ২১ সেপ্টেম্বর দেলাওয়ার রাজ্যের উইলমিংটনে অনুষ্ঠেয় চার সদস্যবিশিষ্ট চতুর্থ কোয়াড সম্মেলনে যোগ দেবেন মোদি। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপান এ চার দেশ নিয়ে স্ট্রাটেজিক গ্রুপ কোয়াড গঠিত।

সর্বশেষ খবর