শিরোনাম
সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক গ্রেপ্তার

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১-এর  সদস্যরা। গতকাল রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানায়, জাহিদ ফারুকের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। বরিশাল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য জাহিদ ফারুক ২০১৯ সাল থেকে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। ২০০৪ সালে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন সাবেক সেনা কর্মকর্তা জাহিদ ফারুক। দলের হয়ে নৌকা প্রতীকে প্রথম সংসদ নির্বাচন করেন ২০০৮ সালে। নবম জাতীয় সংসদের সেই নির্বাচনে তিনি হেরে যান। তিনি প্রথম সংসদে আসেন ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে। পরের দফায় ২০২৪ সালে দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর তাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়েন। এরপর থেকে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং আওয়ামী লীগের জোট শরিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা হয়। এ পর্যন্ত শীর্ষ পর্যায়ের অনন্ত ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ খবর