মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

ঢাকায় আইএমএফ প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) গবেষণা শাখার উন্নয়ন সামষ্টিক অর্থনীতি বিভাগের প্রধান ক্রিস পাপাজর্জিওর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি মিশন গতকাল ঢাকায় পৌঁছেছে। আজ প্রতিনিধি দল অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করবে। বৈঠকে বাংলাদেশে আইএমএফের চলমান ঋণ কর্মসূচি পর্যালোচনার পাশাপাশি নতুন ঋণ অনুমোদন নিয়েও আলোচনা হবে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিদ্যুৎ, জ্বালিনি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করবে সফররত প্রতিনিধি দল। জানা গেছে, প্রতিনিধি দল এরই মধ্যে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে তথ্য নিয়েছে। সেগুলো পর্যালোচনা করা হবে বৈঠকে। বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্যের মধ্যে যেসব গরমিল রয়েছে সে বিষয়ে আলোচনা করা হবে। এ ছাড়া বৈঠকে বাংলাদেশের নিট রিজার্ভের উন্নতি বিষয়ে করণীয় নিয়ে নানা ধরনের আলোচনা হবে। একই সঙ্গে আইএমএফের শর্তানুযায়ী চলতি বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যপূরণের ওপর জোর দিয়েছে প্রতিনিধি দলটি।

সর্বশেষ খবর