বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

আগাম শীতকালীন সবজিতে ভরসা কৃষকের

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

আগাম শীতকালীন সবজিতে ভরসা কৃষকের

বগুড়ায় আগাম শীতকালীন সবজি চাষে ভালো দাম পাওয়ার আশা করছেন স্থানীয় কৃষকরা। জেলার বিভিন্ন উপজেলায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত হয়ে পড়েছেন তারা। বগুড়ার মাঠে মাঠে শোভা পাচ্ছে বিভিন্ন ধরনের সবজি। শীত আসার দেরি থাকলেও চাষিরা বসে নেই। ভালো ফলন পাওয়ার আশায় জমিতেই সময় দিচ্ছেন কৃষকরা। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বগুড়ায় এবারও ভালো সবজির উৎপাদন হবে। জেলায় শীতকালীন আগাম সবজি চাষের লক্ষ্যমাত্রা ২ হাজার ৬০০ হেক্টর জমিতে। এ পর্যন্ত ২ হাজার হেক্টর জমিতে আগাম সবজির চাষ হয়েছে। বগুড়া সদর, শিবগঞ্জ, শাজাহানপুর, ধুনট, নন্দীগ্রাম, সারিয়াকান্দি, সোনাতলা, গাবতলী ও কাহালুসহ অন্যান্য উপজেলায় আগাম সবজির চাষ করা হয়েছে। আগাম শীতকালীন সবজির মধ্যে রয়েছে- মুলা, ফুলকপি, বাঁধাকপি, টম্যাটো, গাঁজর, লাউ, পুঁইশাক, পালং শাক ও শিম। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা ফরিদুর রহমান জানান, এ বছর বগুড়ায়  শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্র ২ হাজার ৬০০ হেক্টর জমিতে।

সর্বশেষ খবর