রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

ভয় বাড়াচ্ছে ডেঙ্গু

চলতি বছরে প্রাণ হারাল ১৫০ জন, এক দিনেই সাতজন

নিজস্ব প্রতিবেদক

ভয় বাড়াচ্ছে ডেঙ্গু

আবার ভয় দেখাচ্ছে ডেঙ্গু। দেশে ডেঙ্গু জ্বরের থাবায় প্রাণ হারানো মানুষের সংখ্যা বাড়ছে। গতকালও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন সাতজন। এ নিয়ে চলতি বছর ১৫০ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু জ্বরে হাসপাতালে এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ২৮ হাজার ৫৬৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদন সূত্রে জানা যায়, গতকাল ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬০ জন। এর মধ্যে ঢাকা উত্তর সিটিতে ১৯৫ এবং ঢাকা দক্ষিণ সিটিতে ১৮১ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া বরিশাল বিভাগে ১০১, চট্টগ্রাম বিভাগে ১৬৪, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৯, খুলনা বিভাগে ৫৩, রাজশাহী বিভাগে দুই, ময়মনসিংহ বিভাগে ৩২, সিলেট বিভাগে ছয় ও রংপুর বিভাগে ১৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ১ সেপ্টেম্বর থেকে গতকাল পর্যন্ত ২৮ দিনে ৬৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৭২৪ জন। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ১৭৪ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৬৩৩। বাকি ১ হাজার ৫৪১ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে রয়েছেন।

সর্বশেষ খবর