রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা
জয়নুল আবদিন ফারুক

নিরপেক্ষ নির্বাচনে তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিরপেক্ষ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই দেশের প্রধানমন্ত্রী হবেন বলে দাবি করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক। গতকাল রাজধানীর পল্টনে ফেনী সমিতি মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এই দাবি করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাফেজ মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক, ওলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী সেলিম রেজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা আলমগীর হোসেন, মৎস্যজীবী দলের নেতা ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

ফারুক বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সেই সঙ্গে তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনারও দাবি জানাই।’  আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো সরকারের বিভিন্ন জায়গায় বসে রয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘তাদের সেসব পদ থেকে অবিলম্বে সরাতে হবে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করা হবে।’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বিএনপির এই নেতা বলেন, ‘আপনার কাছে আমাদের অনেক প্রত্যাশা। প্রত্যাশা পূরণের আগে আমরা জানি আপনাকে সব জঞ্জালমুক্ত একটা বাংলাদেশ গড়ে তুলতে হবে। জানি সময় লাগবে, সেই সময় বিএনপি আপনাদের দিতে চায়। অবশ্যই দেবে।’ বাংলাদেশকে নিয়ে ভারতের খেলা এখনো শেষ হয়নি উল্লেখ করে ফারুক বলেন, ‘আওয়ামী লীগের জন্য বিগত দিনে আমরা ভারতের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারিনি। ফেলানীর লাশ ঝুলিয়ে রেখেছে, আমরা প্রতিবাদ করেও কোনো বিচার পাইনি।’

সর্বশেষ খবর