রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

দুর্নীতিই সাধনের সাধনা, টক অব দ্য নর্থবেঙ্গল

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

দুর্নীতিই সাধনের সাধনা, টক অব দ্য নর্থবেঙ্গল

‘দুর্নীতিই সাধনের সাধনা’ শিরোনামে গতকাল বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সংবাদ নওগাঁ-বগুড়াসহ গোটা উত্তরাঞ্চলে আলোচনার শীর্ষে। সকালে উত্তরের বিভিন্ন এলাকায় বাংলাদেশ প্রতিদিন পাঠকদের হাতে পৌঁছার পর হইচই পড়ে যায়। সংবাদটি এখন টক অব দ্য নর্থবেঙ্গলে পরিণত হয়েছে। নওগাঁ, বগুড়াসহ গোটা উত্তরের জেলাগুলোতে এখন আলোচনার বিষয়বস্তু         সাধন মজুমদারের অপকর্ম। যাকে সবাই সাদামাটা মানুষ ভাবত সেই মন্ত্রী ক্ষমতার দাপটে এত অনিয়ম-দুর্নীতি করেছেন যা সাধারণ মানুষের কাছে বিস্ময়ের বিষয়। নওগাঁর পাঠকরা বলছেন, সাধন মজুমদার পালিয়ে গেলেও তার সম্পদের হিসাব প্রকাশ্যে নিয়ে আসা দরকার। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেওয়া প্রয়োজন। এদিকে নওগাঁর বিভিন্ন এলাকায় বাংলাদেশ প্রতিদিন ফটোকপি করেও বিক্রি করা হয়েছে। অনেকেই অনলাইন থেকে কপি পেস্ট করে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। শহরের চকসূত্রাপুর এলাকার রফিকুল ইসলাম জানান, খাদ্যমন্ত্রীকে দেখে বোঝার উপায় নেই তিনি তলে তলে এত অপকর্ম করেছেন। শুধু সাধারণ মানুষ নয়, খাদ্য অধিদপ্তরের অনেকেই এ প্রতিবেদককে ফোনে ধন্যবাদ জানিয়েছেন। বগুড়ার শেরপুরের যমুনা সেমি অটো রাইস মিলের স্বত্বাধিকারী মো. আইয়ুব আলী সরকার জানান, সাধন মজুমদার চালের রেট বেঁধে দিলেও মিলারদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিতেন। এ কারণে চালের বাজার কখনোই নিয়ন্ত্রণ হতো না। সিন্ডিকেটের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত ও হয়রানির শিকার হয়েছেন শেরপুর উপজেলার প্রায় ৫ শতাধিক মিলার ও ১ হাজার চাতাল মালিক। এই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। বগুড়ার হকার্স নেতা রাশেদুল ইসলাম টুকু জানান, গত ৫ আগস্টের পর থেকে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার চাহিদা অনেক বেড়ে গেছে। বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা জানান, বাংলাদেশ প্রতিদিন ধারাবাহিকভাবে এমন আরও সংবাদ প্রকাশ অব্যাহত রাখবে- এটাই প্রত্যাশা করছি।

সর্বশেষ খবর