রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা
অষ্টম কলাম

জাতিসংঘে তিন পক্ষের বিক্ষোভ

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে আওয়ামী লীগ, বিএনপি এবং পাকিস্তানের প্রবাসীরা শান্তিপূর্ণ বিক্ষোভ করেছেন। ২৭ সেপ্টেম্বর এই বিক্ষোভের সময় পাকিস্তানিরা আওয়ামী লীগ ও বিএনপির মাঝামাঝি জায়গায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

জাতিসংঘে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণকে স্বাগত জানিয়ে শান্তি ও স্বাগত সমাবেশ করে। আর আওয়ামী লীগ বিক্ষোভ করে ড. ইউনূসকে জবরদখলকারী হিসেবে উল্লেখ করে। দুই গ্রুপের মাঝখানে পাকিস্তানিরা অবস্থান নিয়ে ‘পিটিআই’ (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ)-এর ব্যানারে বিক্ষোভ করেন দলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে। বিএনপির স্বাগত ও শান্তি সমাবেশে নিউইয়র্ক স্টেট ও মহানগর শাখার সর্বস্তরের নেতা-কর্মীর সঙ্গে ছিলেন নিউজার্সি, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, পেনসিলভেনিয়া, কানেকটিকাটসহ বিভিন্ন স্টেটের নেতা-কর্মীরা। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। নিউইয়র্কে বসবাসরত বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান, বেবী নাজনীন এবং গোলাম ফারুক শাহীন, যুবদলের কেন্দ্রীয় নেতা ইলিয়াস খান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা মাকসুদ চৌধুরীও ছিলেন কর্মসূচিতে। অন্যদিকে আওয়ামী লীগের কর্মসূচিতে নিউইয়র্ক স্টেট, মহানগরের নেতাদের পাশাপাশি দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলীয় আওয়ামী লীগের শীর্ষ নেতারাও এসেছিলেন ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচিতে। সার্বিক সমন্বয়ে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, শেখ হাসিনা সংগ্রাম পরিষদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, শ্রমিক লীগ, যুবলীগের নেতা-কর্মীরা। এ সময় সিদ্দিকুর রহমান, ড. প্রদীপ কর, এম এ সালাম, এম ফজলুর রহমান, ডা. মোহাম্মদ আলী মানিক, আবুল হাসিব মামুন, আবদুর রহিম বাদশা প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর